অনুপাত সম্পকিত চাকরি প্রশ্ন।

অনুপাত একক কোনটি?
ক) মিটার খ) সেমি গ) ফুট ঘ) অনুপাতের কোন একক নেই।
উত্তরঃ ঘ।
অনুপাত কি?
ক) একটি পূর্ণস্যখ্যা খ) একটি মৌলিক সংখ্যা গ) একটি ভগ্নাশ ঘ) একটি জোড় সংখ্যা।
উত্তরঃ গ।
৬, ১২ , ও ৮ এর চতুর্থ সমানুপাতিক কোনটি?
ক) ১৫ খ) ১৬ গ) ১২ ঘ) ২৪
উত্তরঃ খ।
দুটি সংখ্যা অুনপাত ৩ ঃ ৫ এবং একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?
ক) ৩০ খ) ৪০ গ) ৫০ ঘ) ৬০
উত্তরঃ ঘ।
৬০ মিটার দীর্ঘ রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার ?
ক) ৩০ খ) ২০ গ) ৪০ ঘ) ১০
উত্তরঃ ক।
করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ঃ৪ এবং রহিম ও মোহনের অনুপাত ৬ঃ৭ হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
ক) ৪ঃ৭ খ) ২ঃ৩ গ) ২ঃ৭ ঘ) ৯ঃ১৪
উত্তরঃ ঘ।
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ ২ঃ ২ঃ৩ হলে বৃহত্তম কোণের পরিমান কত ডিগ্রি হবে?
ক) ১০০ খ) ১১৫ গ) ১৩৫ ঘ) ২২৫।
উত্তরঃ গ।
একজন লোক মাসিক ২০০০০ টাকা আয় করেন এবং ১৮০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঙ্চয়ের অনুপাত হবে কত?
ক) ১ঃ ১০খ) ১ঃ ৯ গ) ৯ঃ১ ঘ) ১০ঃ ১।
উত্তরঃ গ।
একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঙ্চয়ের অনুপাত হবে।
ক) ৩ঃ২ খ) ৩ঃ১ গ) ২ঃ১ ঘ) ৫ঃ২।
উত্তরঃ খ।
৩৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৩ঃ৪ ।দ্রবণে কত লিটার সিরাপ আছে?
ক) ১৫ খ) ২০ গ) ২১ ঘ) ২৪।
উত্তরঃ খ।
একটি শ্রেণিতে ছাএ এবং ছাএীর সংখ্যার অনুপাত ৯ঃ৫ । মোট শিক্ষার্থীর সংখ্যা ১০৫০ হলে ছাএর সংখ্যা কত?
ক) ৮৯০ খ) ৭৮৫ গ) ৬৭৫ ঘ) ৭৩০।
উত্তরঃ গ।
১৬ ঃ ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?
ক) ১৩ খ) ১১ গ) ৭ ঘ) ২
উত্তরঃ গ।
৫৬ কে ৭ঃ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে-
ক) ৬০ খ) ৪৯ গ) ৬৪ ঘ) ৭০।
উত্তরঃ খ।
৩ ঃ ৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?
ক) ৭০% খ) ৬০% গ) ৩০% ঘ) ৫০%
উত্তরঃ খ।
একটি রাশি অপর রাশির ৬৪% হলে , রাশি দুটির অনুপাত কত?
ক) ২০ঃ২৫ খ) ১৬ঃ২৫ গ) ১৫ঃ ২০ ঘ) ২৫ঃ৩০।
উত্তরঃ খ।
একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য অনুপাত কত?
ক) ৪ঃ৫ খ) ৪ঃ৬ গ) ৫ঃ৬ ঘ) ৫ঃ৪।
উত্তরঃ খ।
খোকন ও মন্টুর আয়ের অনুপাত ৫ঃ৪। খোকনের আয় ৮৫ টাকা হলে মন্টুর আয় কত?
ক) ৫১ খ) ৬৪ গ) ৬৮ ঘ) ৭৮।
উত্তরঃ গ।
মাধ্যমিক স্কুলেব একটি শ্রেণিতে ছাএ ও ছাএীর অনুপাত ৬ঃ৫ । ঐ শ্রেণীতে মোট ছাএ-ছাএী সংখ্যা ৭৭ হলে ছাএী সংখ্যা কত?
ক) ৩০ খ) ৩৫ গ) ৪০ ঘ) ৪৫।
উত্তরঃ খ।
১০,০০০ টাকা ১ ঃ ৩ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে?
ক) ৭৫০০ টাকা খ) ২৫০০ টাকা গ) ৩০০০ টাকা ঘ) ৫০০০ টাকা।
উত্তরঃ ঘ।
২০ মিটার দীর্ঘ একটি রশিকে ২ঃ৩ঃ৫ অনুপাতে ভাগ করলে সবচেয়ে ছোট টুকরাটির দৈর্ঘ্য কত মিটার হবে?
ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ১০ ।
উত্তরঃ খ।
৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত?
ক) ৩০ মি খ) ১৪ মি গ) ৩০ মি ঘ) ১৬ মি।
উত্তরঃ ক।
১৪৩ টাকাকে ২ঃ৪ঃ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে?
ক) ৩৬ টাকা খ) ৩৯ টাকা গ) ৪০ টাকা ঘ) ৪২ টাকা।
দুটি সংখ্যার অনুপাত ৩ঃ৭ ।উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে ১ঃ২।
ছোট সংখ্যাটি কত?
ক) ১৫ খ) ২১ গ) ৩০ ঘ) কোনটি নয়।
উত্তরঃ গ।

Leave a Comment