ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হতে চাকরি পরীক্ষায় আসা সকল প্রশ্ন ও উত্তর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্ম গ্রহন করেন?
উত্তরঃ ১৮২০ সালে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্ম গ্রহন করেন?
উত্তরঃ বীরসিংহ গ্রামে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পৈতৃক পদবি কি?
উত্তরঃ বন্দ্যোপাধ্যায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে কি বলা হয়?
উত্তরঃ বাংলা গদ্যের জনক।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ?
উত্তরঃ কমেডি অব এররস।
’প্রভারতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক হিসেবে খ্যাত সাহিতিকের নাম কি?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিধবাবিবাহ রহিতকরণ বিষয়ে কে কলমযুদ্ধ শুরু করেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা?
উত্তরঃ বেতালপঞ্ছবিংশতি।
শকুন্তলা কার লেখা গ্রন্থ।
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৌলিক রচনা?
উত্তরঃ প্রভাবতী সম্ভাষণ।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পারিবারিক নামকি?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
বর্ণ পরিচয় এর লেখক কে?
উত্তরঃ হরপ্রসাদ রায়।
বাল্মীকির রামায়ণ অবলম্বনে রচিত কোনটি?
উত্তরঃ সীতার বনবাস।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন ?
উত্তরঃ ১৮৯১ সালে ২৯ জুলাই।
বিদ্যাসগরের রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি?
উত্তরঃ ব্যাকরণ কৌমুদী।
বাংলা গদ্যের প্রথম আত্মচরিত নাম কি?
উত্তরঃ বিদ্যাসাগরচরিত।