কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম নিয়ে আসা সকল চাকুরি পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ?
উত্তরঃ কুহেলিকা।
কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
উত্তরঃ পদ্দগোখরা।
বিদ্রোহী কবিতাটি কোন কাব্যর অর্ন্তগত?
উত্তরঃ অগ্নিবীণা।
নজরুল ইসলাম সম্পদিত পত্রিকা কোনটি?
উত্তরঃ ধূমকেতু।
দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্য অর্ন্তগত?
উত্তরঃ সিন্দু হিন্দোল।
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
উত্তরঃ মৃত্যক্ষুধা।
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে।
ফণি মনসা কাব্যর রচিয়তা কে?
কাজী নজরুল ইসলাম।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী।
নজরুলের প্রথম প্রকাশিত প্রন্থ কোনটি?
উত্তরঃ ব্যথার দান।
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি ?
উত্তরঃ রাঙ্গাজবা।
কাজী নজরুল ইসলাম এর প্রেমের কাব্য কোনটি?
উত্তরঃ দোলনচাঁপা।
কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে স্বপরিবারে বাংলদেশে নিয়ে আসে।
উত্তরঃ ১৯৭২ সালে ২৪ মে।
কাজী নজরুল ইসলাম এর উপন্যাস কোনটি?
উত্তরঃ বাঁধনহারা।
কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্য একুশে পদক পান?
উত্তরঃ ১৯৭৬।
বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যর অর্ন্তগত?
উত্তরঃ অগ্নিবীণা।
কাজী নজরুল ইসলাম কোন পত্রিকায় লিখতেন?
উত্তরঃ ধুমকেতু।
কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি?
উত্তরঃ বিদ্রোহী।
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ?
উত্তরঃ ব্যথার দান।
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ বাধঁনহারা।
কোনটি কাজী নজরুল ইসলাম এর উপন্যাস?
উত্তরঃ মৃত্যুক্ষুধা।
কোন কবিতা রচানা করার জন্য কবি নজরুল কে কারারুদ্ধ হন?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে।
নজরুল বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়?
উত্তরঃ বিজলী।
কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসনে?
উত্তরঃ ১৯২৬ সালে।
কাজী নজরুল ইসলাম জন্মস্থান কোনটি?
উত্তরঃ বর্ধমান।
কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন ?
উত্তরঃ ১৯৭৬ সালে।
কাজী নজরুল ইসলামের পিতার ছিলেন?
উত্তরঃ মাজারের খাদেম।
চক্রবাক কার রচনা ?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
উত্তরঃ দোলনচাঁপা।
কোথায় কাজী নজরুল ইসলাম সাহিত্য জীবনের সূচনা ঘটে?
উত্তরঃ লেটোর দলে।
ঢাকা বিশ^বিদ্যালয়ে শাহী মসজিদ প্রঙ্গনে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নামটি?
উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম।
মরুভাষ্কর কার রচনা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
যুগ¯্রষ্টা নজরুল গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ খান মুহাম্মদ মঈন উদ্দীন।
কোনটি নজরুলের রচনা ?
উত্তরঃ চোখের চাতক।
বিষের বাঁশী কার রচনা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কে উৎসর্গ করেছিলেন
উত্তরঃ সঞ্চিতা।
কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম লেখা ?
উত্তরঃ ছায়ানট।
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগারিকত্ব দেয়া হয় যে সনে?
উত্তরঃ ১৯৭৬ সালে।
কে নিজেকে মরু-কবি বলেছেন?
উত্তরঃ নজরুল।
অগ্নিবীণা প্রকাশিত হয় কখন?
উত্তরঃ ১৯২২ সালে।
নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ নাম কি?
বিষের বাঁশী।

Leave a Comment