গড় সম্পকিত চাকরি সকল প্রশ্ন।

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
ক) ১০ খ) ২৫ গ) ৫০ ঘ) ১০০
উত্তরঃ গ।
০ , ৫, ৭ এর গড় কত?
ক) ৬ খ) ০ গ) ৪ ঘ) ১।
উত্তরঃ গ।
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রমত সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?
ক) ২৩০ খ) ২১০ গ) ২০০ ঘ) ১৯০
উত্তরঃ খ।
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে তৃতীয় সংখ্যাটি কত?
ক) ২৫ খ) ৪০ গ) ৯০ ঘ) ৫০।
উত্তরঃ খ।
১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যান গড় নম্বর ৭০ এদের মধ্যে ৬০ জন ছাএীর গড় নম্বার ৭৫ হলে .ছাএদের গড় নম্বর কত?
ক) ৫৫.৫ খ) ৬০.৫ গ) ৬৫.৫ ঘ) ৬২.৫।
উত্তরঃ ঘ।
৭টি সংখ্যার গড় ১২ । একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১ । বাতিলকৃত সংখ্যাটি কত?
ক) ১০ খ) ১২ গ) ১৫ ঘ) ১৮্
উত্তরঃ ঘ।
ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
ক) ৩ খ) ৩.৫ গ) ৪ ঘ) কোনটি নয় ।
উত্তরঃ ক।
৭টি সংখ্যার গড় ৪০ । এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩ টির গড় ২১।সমষ্টিগত ভাবে ১০ টির সংখ্যার গড় কত?
ক) ৬১ খ) ৬.১ গ) ৭০ ঘ) ৩৪.৩।
উত্তরঃ ঘ।
২ থেকে শুরু করে পর পর পাচটি জোড় সংখ্য্রা গড় কত হবে?
ক) ৪ খ) ৫ গ) ৬ ঘ) ৭।
উত্তরঃ গ।
তিনটি সংখ্যার গড় ২৪। দুইটি সংখ্যা ২১ ও ২৩ হলে তৃতীয় সংখ্যাটি কত?
ক) ২০ খ) ২৪ গ) ২৬ ঘ) ২৮
উত্তরঃ ঘ।
তিনটি সংখ্যার গড় ৭। যদি দুইটি সংখ্যার ০ হয় , হবে তৃতীয় সংখ্যাটি কত?
ক) ১৫ খ) ১৭ গ) ১৯ ঘ) ২১।
উত্তরঃ ঘ।
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
ক) ৫ খ) ৮ গ) ৬ ঘ) ১০।
উত্তরঃ খ।
পাচঁটি সংখ্যার গড় ৪৬ এবং সংখ্যাগুলোর প্রথম চারটি সংখ্যার গড় ৪৫। পঙ্চম সংখ্যাটির কত?
ক) ৪৮ খ) ৪৯ গ) ৫০ ঘ) কোনটি নয়।
উত্তরঃ গ।
১০টি সংখ্যার যোগফল ৪৬২ । এদের ৪ টার গড় ৫২ এবং শেষের ৫ টার গড় ৩৮। পঙ্চম সংখ্যাটি কত?
ক) ৬০ খ) ৬৪ গ) ৬২ ঘ) ৫০
উত্তরঃ খ।
৩ টি রুমালেব দাম যথাক্রমে ২২ টাকা ,২৭ টাকা ও ২০ টাকা হলে , রুমাল গুলোর গড় দাম কত?
ক) ২৪ খ) ২৩ গ) ২৬ ঘ) ২৫।
উত্তরঃ খ।
একজন ছাএ বাংলায় ৬৫ এবং ইংলিশে ৮০ নম্বার পেল । সে অঙ্ক পরীক্ষায় কত পেলে এই তিন বিষয়ে তার গড় নম্বর ৭৫ হবে?
ক) ৭০ খ) ৮০ গ) ৮৫ ঘ) কোনটিয় নয়।
১৫ জন ছাএের প্রাপ্ত নম্বারের গড় ১০ এবং ১০ জন ছাএের প্রাপ্ত নম্বরের গড় ১৫। সকল ছাএের প্রাপ্ত নম্বরের গড় কত?
ক) ১০ খ) ৮ গ) ১২ ঘ) ১৫।
উত্তরঃ গ।
জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি ছিল। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমান কত?
ক) ২০.১৫ সেমি খ) ২০.২০ সেমি গ) ২০.২৫ সেমি ঘ) ৬৫ সেমি।
উত্তরঃ ক।

Leave a Comment