চতুর্ভূজ MCQ Online job preperation mcq question
একটি চর্তুভুজরে তনি কোণরে সমষ্টি ২৮০আমার সোনার বাংলা ২৮০ডিগ্রি।চতুর্থ কোনটির মান কত?
ক) ৯০
খ) ৭০
গ) ৮০
ঘ) ৬০
উত্তরঃ গ।
চতুর্ভুজ চার কোণের সমষ্টি কত?
ক) ৯০
খ) ১৮০
গ) ১৩৫
ঘ) ২২৫
উত্তরঃ গ।
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ২ঃ৩ঃ৪ হলে বৃহত্তম কোণের পরিমান হবে?
ক) ১০০
খ) ১১৫
গ) ১৩৫
ঘ) ২২৫
উত্তরঃ গ।
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ঃ২ঃ৩ঃ৪ হলে ক্ষুদ্রতম কোণের পরিমান হবে?
ক) ৬৫
খ) ৫৫
গ) ৪৫
ঘ) ৩৫
উত্তরঃ গ।
একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৮ মিটার প্রস্থ ৬ মিটার । চতুভুজের পরিসীমা কত?
ক) ১৪ মিটার
খ) ৪৮ মিটার
গ) ২২ মিটার
ঘ) ২৮ মিটার
উত্তরঃ ঘ।
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল ,তাকে বলে
ক) সামান্তরিক
খ) রম্বস
গ) ট্রাপিজিয়াম
ঘ) আয়তক্ষেত্র
উত্তরঃ ক।
কোনটি সামান্তরিক নয় ?
ক) আয়তক্ষেত্র
খ) ট্রাপিজিয়াম
গ) বর্গক্ষেত্র
ঘ) রম্বস
উত্তরঃ খ।
সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি ১১৫ হলে ,অপরটি কত?
ক) ৬৫
খ) ৭৫
গ) ৮০
ঘ) ৮৫
উত্তরঃ ক।
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণেয় সুএ
ক) ১/২ (ভুমি* উচ্চতা)
খ) দৈর্ঘ্য* প্রস্ত
গ) ২(দৈর্ঘ্য* প্রস্ত)
ঘ) ভুমি * উচ্চতা
উত্তরঃ ঘ।
আয়তক্ষেত্রেটির চারটি বাহুর মধ্যে –
ক) ৪ টি সমান
খ) পাশাপাশি ২ টি সমান
গ) বিপরীত দুইবাহু সমান
ঘ) সবগুলি অসমান
উত্তরঃ গ।
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৮৪০ বর্গ মি. এবং দৈর্ঘ্য ৪০ মি হলে প্রস্থ কত?
ক) ২১ মি
খ) ২২ মি
গ) ২৫ মি
ঘ) ৩০ মি
উত্তরঃ ক।
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে
ক) আয়তক্ষেত্র
খ) রম্বস
গ) ট্রাপিজিয়াম
ঘ) বর্গক্ষেত্র।
উত্তরঃ ক।
বাগানের দের্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত হবে?
ক) ৩০
খ) ৪০
গ) ৩৫
ঘ) ৩২
উত্তরঃ ঘ।
একটি আয়তক্ষেতেএর দৈর্ঘ্য প্রস্তের দি¦গুন । ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত?
ক) ৮ মিটার
খ) ৪ মিটার
গ) ১৬ মিটার
ঘ) ১০ মিটার
উত্তরঃ ক।
একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুন করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের
ক) দ্বিগুন হবে।
খ) চারগুন হবে।
গ) ছয়গুন হবে।
ঘ) দশগুন হবে।
উত্তরঃ খ।
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার । আয়তক্ষেত্রেটির প্রস্থ দৈর্ঘ্য ৩/৫ গুণ।আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার ?
ক) ৪৫ মিটার
খ) ৫০ মিটার
গ) ৬৫ মিটার
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ খ।
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ২৩ মিটার এবং প্রস্থ ১৭ মিটার হলে বাগানটির পরিসীমা কত?
ক) ৪০ মিটার
খ) ৮০ মিটার
গ) ৩৯১ মিটার
ঘ) ৪০০ মিটার
উত্তরঃ খ।
একটি আয়তকার জমির ক্ষেত্রফল ২৪ একর। দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত ৩ঃ২ হলে ঔ জমির পরিসীমা কত?
ক) ১২৭২ মিটার
খ) ১১০০ মিটার
গ) ১৩০০ মিটার
ঘ) ১৬০০ মিটার
উত্তরঃ ক।
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন । এর ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে তার লম্বা বাহুর দৈর্ঘ্য কত মিটার?
ক) ২৬ মিটার
খ) ৮ মিটার
গ) ৪ মিটার
ঘ) ২ মিটার
উত্তরঃ খ।
৫০০ ফুট পরিসীমা একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপ্ক্ষো ৭০ ফুট বেশি। মাঠের প্রস্থ কত?
ক) ৬০ ফুট
খ) ৭০ ফুট
গ) ৮০ ফুট
ঘ) ৯০ ফুট
উত্তরঃ ঘ।
একটি আয়তাকার ঘরের পরিসীমা ৪৪ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট ।ঘরের প্রস্থ কত?
ক) ১০ গজ
খ) ১৮ গজ
গ) ২৮ গজ
ঘ) ৩২ গজ
উত্তরঃ ক।
একটি আয়তক্ষেত্রের প্রস্থর দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা ১০ মিটার বেশি।আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৬০০ বর্গমিটার হলে , ইহার দৈর্ঘ্য কত?
ক) ২০ মিটার
খ) ২৫ মিটার
গ) ৩০ মিটার
ঘ) ৩৫ মিটার
উত্তরঃ গ।
একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। এর ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার হলে পরিসীমা কত?
ক)৫৬ মিটার
খ) ১২৮ মিটার
গ) ৮৪ মিটার
ঘ) ৭৪ মিটার
উত্তরঃ ক।
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ,প্রস্থ অপেক্ষা ৩০ মিটার বেশি।আয়তকার ক্ষেত্রটির পরিসীমা ১৪০ মিটার হলে , ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণেয় করুন।
ক) ৫০ মিটার ও ২০ মিটার
খ) ৫৫ মিটার ও ২৫ মিটার
গ) ৬০ মিটার ও ৩০ মিটার
ঘ) ৪৫ মিটার ও ১৫ মিটার
উত্তরঃ ক।
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত ৩ঃ১ এবং পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক) ১৫৭৫ ব.মি
খ) ১৭৭৫ ব.মি
গ) ১৬৭৫ ব.মি
ঘ) ১৮৭৫ ব.মি
উত্তরঃঘ।