ধ্বনির লিখিত রুপ বা সাংকেতিক চিহ্নকে কি বলে?
উত্তরঃ বর্ণ।
বর্ণ কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার । স্বরবর্ণ ও ব্যঙ্জনবর্ণ।
স্বরবর্ণ সংক্ষিপ্ত রুপকে কি বলে?
উত্তরঃ কার।
ব্যঙ্জনবর্ণ সংক্ষিপ্ত রুপকে কি বলে?
উত্তরঃ ফলা।
কোনো ভাষায় ব্যবহরত বর্ণসমষ্টিই হচ্ছে কি?
উত্তরঃ বর্ণমালা।
বাংলা বর্ণমালার মোট বর্ণ কতটি?
উত্তরঃ ৫০ টি।
বাংলা বর্ণ মালায় স্বরবর্ণ কতটি ?
উত্তরঃ ১১ টি।
বাংলা বর্ণমালার ব্যঙ্জনবর্ণ কতটি?
উত্তরঃ ৩৯ টি।
বাংলা বর্ণমালার দীর্ঘস্বর কতটি?
উত্তরঃ ৭টি । আ,ঈ,ঊ,এ,ও,ঔ,ঐ।
বাংলা বর্ণমালার হ্রস্বস্বর কতটি?
উত্তরঃ ৪ টি । অ,ই,উ,ঋ।
নাসিক্য বর্ণগুলোর অন্য নাম কি?
উত্তরঃ অনুনাসিক বা সানুনাসিক ।
যৌগিক স্বরধ্বনিকে বলা হয় কি?
উত্তরঃ দ্বিস্বর।
’অ’ বলা হয় কি?
উত্তরঃ নিলীন বর্ণ।
ক-ম পযন্ত বর্ণ কে কি বলা হয়?
উত্তরঃ স্পর্শ ধ্বনি।
নাসিক্য বর্ণ কি ?
উত্তরঃ ঙ,ঞ,ণ ,ন,ম।
অন্তঃস্থ বর্ণ কি কি?
উত্তরঃ শ,ষ ,স।
কম্পনজাত ধ্বনি কি?
উত্তরঃ র।
পার্শ্বিক ধ্বনি কি?
উত্তরঃ ল।
পরাশ্রয়ী ধ্বনি কোন গুলো ?
উত্তরঃ ঃ,ং।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৮টি।
’হ্ম’ এর বিশ্লিষ্ট রুপ কি?
উত্তরঃ হ্ + ম।
বাংলা বর্ণমালা মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কতটি?
উত্তরঃ দশটি।
বর্ণ হচ্ছে-
উত্তরঃ ধ্বনি নির্দেশক প্রতীক ।
অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি ?
উত্তরঃ ১টি।
’উষ্ণ’ শব্দের যুক্তক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
উত্তরঃ ষ + ণ।
বাংলা ব্যঙ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
উত্তরঃ পাচঁ।
বাংলা বর্ণমালায় ‘ব’ আছে কতটি?
উত্তরঃ ১ টি।
১১ টি স্বরবর্ণের মধ্যে কতটি সংক্ষিপ্ত রুপ আছে?
উত্তরঃ ১০ টি।