জসীমউদ্দীন

জসীমউদ্দিীন
কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দিীন রচিত?
উত্তরঃ রাখালী।
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
উত্তরঃ জসীমউদ্দিীন
জসীমউদ্দিীন কবর কবিতা কোন পত্রিকায় প্রকশিত হয়?
উত্তরঃ কল্লোল।
কবি জসীমউদ্দিীন জীবনকাল কত?
উত্তরঃ ১৯০৩-১৯৭৬।
ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হয়েছিল?
উত্তরঃ জসীমউদ্দিীন
জসীমউদ্দিীন শ্রেষ্ঠ কাহিনি কাব্য কোনটি?
উত্তরঃ নকশী কাথার মাঠ।
জসীমউদ্দিীন নাটক কোনটি?
উত্তরঃ বেদের মেয়ে।
জসীমউদ্দিীন আসমানী চরিত্রটির বাড়ি কোথায়?
উত্তরঃ ফরিদপুর ।
নকশী কাথার মাঠ এর রচয়িতা কে?
উত্তরঃ জসীমউদ্দিীন
সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা কে?
উত্তরঃ জসীমউদ্দিীন
জসীমউদ্দিীন কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
উত্তরঃ নকশী কাথার মাঠ।
কবর কবিতায় কতটি পঙক্তি রয়েছে?
উত্তরঃ ১১৮ টি।
জসীমউদ্দিীন তার কোন গায়ে নিমন্ত্রন করেছিলেন?
উত্তরঃ কাজল গায়েঁ।
কবি জসীমউদ্দিীন শিশুতোষ গ্রন্থ কোনটি?
উত্তরঃ এক পয়সার বাশীঁ।
কবি জসীমউদ্দিীন ’কবর’ কবিতার বিষয়বস্তু হলো?
উত্তরঃ প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ।
’কবর ’ কবিতা কোন ছন্দে রচিত?
উত্তরঃ মাত্রবৃত্ত।
পল্লীকবি জন্মগ্রহন করেন কোথায় ?
উত্তরঃ ফরিদপুরে।
জসীমউদ্দিীন কোন বিশ্ববিদ্যালয় হতে ডক্টর অব লিটারেচার ড্রিগি লাভ করেন?
উত্তরঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
’কবর’ কবিতার লেখক কে?
উত্তরঃ জসীমউদ্দিীন।

Leave a Comment