জহির রায়হান

জহির রায়হান
জহির রায়হান কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ মজুপুর, ফেনী।
জহির রায়হান ’আরেক ফাল্গুন ’ উপন্যাসটি পটভুমিকা হলো কি?
উত্তরঃ একুশে ফেব্রয়ারি ভাষা আন্দোলন।
কোনটি জহির রায়হান এর রচনা?
উত্তরঃ বরফ গলা নদী।
’জীবন থেকে নেয়া’ ছরিটির পরিচালক কে?
উত্তরঃ জহির রায়হান।
’হাজার বছর ধরে’ উপন্যাসটি কর রচনা?
উত্তরঃ জহির রায়হান
নিচে কোনটি জহির রায়হান এর রচনা?
উত্তরঃ আরেক ফাল্গুন।
জহির রায়হান নিখোজ হনে?
উত্তরঃ ৩০ জানুয়ারি ১৯৭২ সালে।
বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র ’সঙ্গম ’এর নির্মাতা কে?
উত্তরঃ জহির রায়হান
জহির রায়হান সক্রিয় ভাবে অংশগ্রহন করেন কিসে?
উত্তরঃ ১৯৫২ সালের ভাষা আন্দোলনে।
জহির রায়হান রচিত গল্পগ্রন্থ নাম কি?
উত্তরঃ সূর্যগ্রহণ।
জহির রায়হান পরিচালিত ছবি নাম কি?
উত্তরঃ সোনার কাজল, কাচেঁর দেয়াল, বাহানা, বেহুলা, আর কত দিন ইত্যাদি।

Leave a Comment