জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তরঃ কবিতার কথা।
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
উত্তরঃ বরিশাল জেলা।
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ ধূসর পান্ডুলিপি।
রুপসী বাংলার কবি কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ
’সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে’ কে ঘুরেছেন?
উত্তরঃ জীবনানন্দ দাশ
’সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে’ কার লেখা?
উত্তরঃ জীবনানন্দ দাশ
’বনলতাসেন’ কার রচনা?
উত্তরঃ জীবনানন্দ দাশ
কার কবিতাকে চিত্ররুপময় বলা হয়েছে?
উত্তরঃ জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ প্রথম কাব্যগ্রন্থ কি
উত্তরঃ ঝরা পালক।
’বেলা অবেলা কালবেলা’ কার লেখা?
উত্তরঃ জীবনানন্দ দাশ
কবি জীবনানন্দ দাশ ওপর য়ে বিদেশী গবেষক গবেষনা করেন তারঁ নাম কি?
উত্তরঃ ক্লিনটন বি সীলি।
ধানসিড়ি নদী কোথায় অবস্থিত?
উত্তরঃ বরিশাল।
তিরিশ দশকের সবচেয়ে ’তথাকথিত ’ কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?
উত্তরঃ জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ জন্মগ্রহন করেন কখন?
উত্তরঃ ১৭ র্ফেরয়ারি ১৮৯৯।