ত্রিভুজ MCQ Online job preperation mcq question
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কে কি বলা হয়?
ক) মধ্যমা
খ) কর্ণ
গ) অতিভুজ
ঘ) উচ্চতা
উত্তরঃ ঘ।
একটি ত্রিভুজের ভূমি ৪ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে, ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার ?
ক) ৬
খ) ৯
গ) ১২
ঘ) ১৮
উত্তরঃ ক।
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার হলে ,ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
ক) ১০০
খ) ৫০
গ) ২৫
ঘ) ৫০
উত্তরঃ গ।
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতি বাহুর দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার হলে , ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ৩৬
খ) ৪২
গ) ৪৮
ঘ) ৫০
উত্তরঃ গ।
কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
ক) ১৬০
খ) ৮০
গ) ৩৬
ঘ) ৪৮
উত্তরঃ ঘ।
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার এবং ০.৩ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ০.০৬
খ) ০.০৩
গ) ০.০৫
ঘ) ০.০১
উত্তরঃ খ।
একটি সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ৫০ বর্গ সে.মি
খ) ২৫ বর্গ সে.মি
গ) ৩০ বর্গ সে.মি
ঘ) ৬০ বর্গ সে.মি
উত্তরঃ খ।
একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ ।ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে , ভূমির দৈর্ঘ্য কত?
ক) ১০ গজ
খ) ১২ গজ
গ) ১৪ গজ
ঘ) ৭ গজ
উত্তরঃ গ।
একটি ত্রিভুজের ভূমি ১২ সেন্টিমিটার উচ্চতা ৪ সেন্টিমিটার, উহার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
ক) ১২
খ) ১৮
গ) ২৪
ঘ) ৪৮
উত্তরঃ গ।
একটি ত্রিভুজ আকৃতি জমির ভূমি পরিমাপ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাপ ৪৫ মিটার। জমির ক্ষেত্রফল কত কত?
ক) ১৮০০
খ) ৯০০
গ) ৩৬০০
ঘ) ২৪০০
উত্তরঃ ক।
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫০ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ১.৫০ টাকা হিসেবে গাছ লাগাতে কত খরচ হবে?
ক) ৬০০
খ) ৬৫০
গ) ৭০০
ঘ) ৭৫০
উত্তরঃ ঘ।
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ৬০
খ) ৮৪
গ) ৯০
ঘ) ১০৮
উত্তরঃ খ।
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার কমালে এর ক্ষেত্রফল ৩৩ বর্গমিটার কমিয়ে যায় সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর?
ক) ১ মিটার
খ) ৩ মিটার
গ) ২ মিটার
ঘ) ৬ মিটার
উত্তরঃ গ।
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোন ৪৫ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ?
ক) ২৫
খ) ২৫ রুড ২
গ) ৩০
ঘ) ৫০
উত্তরঃ খ।
একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার হলে, উহার ক্ষেত্রফল কত হবে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ গ।
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেন্টিমিটার হলে, ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত?
ক) ১৫.২ সেমি
খ) ১০.৫ সেমি
গ) ১০.৭ সেমি
ঘ) ১৭.১ সেমি
উত্তরঃ গ।
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুই বাহু প্রতিটি ১০ মিটার।ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ৩৬
খ) ৪২
গ) ৫০
ঘ) ৪৮
উত্তরঃ ঘ।
একটি সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ৩৬
খ) ৪৮
গ) ৫৬
ঘ) ৭২
উত্তরঃ ক।
একটি সমকোনী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। ।সমকোণ সন্নিহিত বহুদ্বয়ের একটির দৈঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
ক) ৩০ একক
খ) ২৪ একক
গ) ২০ একক
ঘ) ১৫ একক
উত্তরঃ খ।
একটি সমকোণী ত্রিভুজের ।অতিভুজ ছাড়া অন্য দুটি বাহুর দৈঘ্য যথাক্রমে ০.১ এবং ০.২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ১০০ বগ সেমি
খ) ০.০১ বর্গ সেমি
গ) ২০০ বর্গ সেমি
ঘ) ০.০২ বর্গ সেমি
উত্তরঃ খ।
সমকোণী ত্রিভুজাকৃতি একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার মাঠটির ক্ষেত্রফল কত?
ক) ৬০ বর্গ মিটার
খ) ৬৫ বর্গ মিটার
গ) ৪৫ বর্গ মিটার
ঘ) ৩০ বর্গ মিটার
উত্তরঃ ঘ।
ত্রিভুজের ক্ষেত্রফল ?
ক) ১/২ (ভুমি * উচ্চতা )
খ) ১/২ (ভুমি – উচ্চতা )
গ) ১/২ (ভুমি + উচ্চতা )
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ ক।