দিল্লী সালতানাত mcq প্রশ্ন ও সমাধান ।
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ক) কুসুম্বা মসজিদ
খ) বড় সোনা মসজিদ
গ) ষাট গম্বুজ মসজিদ
ঘ) সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ গ
দিল্লীর সিংহাসন আরহনকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন?
ক) কুতুবউদ্দিন আইবেক
খ) শামসুদ্দিন ইলতুতমিশ
গ) গিয়াসউদ্দিন বলবন
ঘ) সুহম্মাদ বিন তুঘলক
উত্তরঃ খ
দিল্লীর সিংহাসন আরহনকারী প্রথম মুসলমান নারী কে?
ক) বেগম রোকেয়া
খ) নুর জাহান
গ) সুলতানা রাজিয়া
ঘ) মমতাজ বেগম
উত্তরঃ গ
বাংলায় স্বাধীন সুলতানী শাসন mcq
ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
ক) বগুড়া
খ) দিনাজপুর
গ) যশোর
ঘ) বাগেরহাট
উত্তরঃ ঘ
তৈমুর লং ভারত আক্রমন করেন?
ক) ১৬৯৮
খ) ১৫৯৮
গ) ১৩৯৮
ঘ) ১২৯৮
উত্তরঃ গ
ভারতে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?
ক) মুহম্মাদ বিন কাসিম
খ) সুলতান মাহামুদ
গ) গিয়াসউদ্দিন বলবন
ঘ) মুহাম্মদ ঘুরি
উত্তরঃ ঘ
দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্টাতা কে ?
ক) মুহম্মাদ বিন কাসিম
খ) সুলতান মাহামুদ
গ) গিয়াসউদ্দিন বলবন
ঘ) শামসুদ্দিন ইলতুতমিশ
উত্তরঃ ঘ
কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?
ক) মুহম্মাদ বিন কাসিম
খ) আলাউদ্দিন খিলজি
গ) গিয়াসউদ্দিন বলবন
ঘ) মুহাম্মদ ঘুরি
উত্তরঃ খ
কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
ক) মালিক কাফুর
খ) বৈরাম খান
গ) শায়েস্তা খান
ঘ) মীর জুমলা
উত্তরঃ ক
মূল্য ও বাজার নিয়ন্ত্রন ব্যবস্থা প্রবর্তন করেন?
ক) ইলতুতমিশ
খ) বলবন
গ) আলাউদ্দিন খিলজি
ঘ) মুহম্মদ বিন কাসিম
উত্তরঃ গ
ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন?
ক) শেরশাহ
খ) মুহম্মাদ বিন তুঘলক
গ) ইলতুতমিশ
ঘ) লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ খ
দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
ক) সম্রাট আকবর
খ) মুহম্মদ বিন তুঘলক
গ) সম্রাট জাহাঙ্গীর
ঘ) সুলতান ইলিয়াস শাহ
উত্তরঃ খ
মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তর করেন?
ক) কারাচিতে
খ) দেবগিরিতে
গ) নগর কোটে
ঘ) ঘোড়াশালে
উত্তরঃ খ
কে ষাট গম্বুজ মসজিদ নিমার্ণ করেন?
ক) হয়রত আমানত শাহ
খ) যুবরাজ মুহাম্মদ আযম
গ) পীর খানজাহান আলী
ঘ) সবেদার ইসলাম খান
উত্তরঃ গ
লাহোর প্রস্তাব mcq
মুসলমান আমলে এ দেশে এসে অত্যাচার ও লুট করেছে কে?
ক) জলদসুরা
খ) পতুগিজরা
গ) রগীরা
ঘ) ইংরেজরা
উত্তরঃ গ