পিতা ও পুত্র সম্পকিত চাকরি পরীক্ষা অংক

পিতা ও পুত্র সম্পকিত চাকরি পরীক্ষা অংক বিশেষ করে বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগ ইত্যাদি

খালেক ও তার বাবার বয়সের সমষ্টি ৪০ বছর । খালেকের বাবা তার চেয়ে ২৮ বছরের বড়। ১৩ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
ক) ৬৬ বছর খ) ৫৩ বছর গ) ৫৬ বছর ঘ) ৭২ বছর।
উত্তরঃ ক।
আফজাল সাহের ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর। ৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে?
ক) ৪০ খ) ১১ গ) ৪৬ ঘ) ৫১।
উত্তরঃ ঘ।
পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?
ক) ৩০ বছর খ) ৪০ বছর গ) ৩৫ বছর ঘ) কোনটি নয়।
উত্তরঃ খ।
কন্যার বয়স পিতা ও পুএের বয়সের মধ্য সমানুপাতী । পিতা ও পুএের বয়স যথাক্রমে ৪৮ ও ১২ বছর হলে কন্যার বয়স হবে।
ক) ২৮ খ) ২৪ গ) ১৬ ঘ) ১৪ ।
উত্তরঃ খ।
কামাল বশিরের ৫ বছরের ছোট । বশির টুটুলের ৫ বছরের বড়। কামাল ও টুটুলের বয়সের পার্থক্য কত?
ক) ৫ খ) ১০ গ) ০ ঘ) কোনটিই নয়।
উত্তরঃ গ।
৩ বছর আগে ক ও খ ্এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেওয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বছর হয়। গ এর বয়স কত?
ক) ২০ বছর খ) ২২ বছর গ) ২৪ বছর ঘ) ২৬ বছর।
উত্তরঃ খ।
বতমান পিতার বয়স পুএের বয়সের ৫ গুন। তিন বছর পরে পিতার বয়স পুএের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুএের বর্তমান বয়স কত?
ক) ৩৫ বছর , ৭ বছর খ) ৫০ বছর, ১০ বছর গ) ৪৫ বছর ,৯ বছর ঘ) ২৫ বছর, ৫ বছর।
উত্তরঃ গ।
পিতর বতমান বয়স পুএের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুএের বয়সের ১০ গুণ। পুএের বর্তমান বয়স কত?
ক) ১৪ বছর খ) ৮ বছর গ) ৯ বছর ঘ) ১০ বছর।
উত্তরঃ গ।
পিতা ও পুএের বয়সের গড় ২০ বছর। ২ বছর পূর্বে দুই পুএের বয়সের গড় ছিল ১২ বছর । পিতার বয়স কত?
ক) ২৬ খ) ২৮ গ) ৩০ ঘ) ৩২ ।
উত্তরঃ ক।
পিতা ও মাতার বয়সের গড় ৪০ বছর। পিতা , মাতা ও পুএের বয়সের গড় ৩২ বছর হলে পুএের বয়স কত?
ক) ১২ বছর খ) ১৪ বছর গ) ১৬ বছর ঘ) ১৮ বছর।
উত্তরঃ গ।
বর্তমানে পিতা ও পুএের বয়সের অনুপাত ৭ঃ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫।বর্তমানে পুএের বয়স কত?
ক) ২৪ বছর খ) ১৬ বছর গ) ১২ বছর ঘ) ৮ বছর।
উত্তরঃ ক।
জাবেদ ইয়াসমিন থেকে ৭ বছরে বড়। ইয়াসমিনের বয়স তার ক্যার বয়সের ৭ গুণ। যদি কন্যার বয়স ৪ বছর পবে ৭ বছর হয় তবে জাবেদের বয়স কত?
ক) ২১ খ) ২৪ গ) ২৮ ঘ) ৩৫।
উত্তরঃ গ।
পিতা ও পুএের বয়সের যোগফল ১২০ বছর। পিতার বয়স পুএের বয়সের তিনগুণ। পিতার বয়স কত?
ক) ৭৫ খ) ৮০ গ) ৮৫ ঘ) ৯০।
উত্তরঃ ঘ।
পিতা ও পুএের বয়সের যোগফল ৮০, পিতার বয়স পুএের বয়সের তিনগুন। পিতার বয়স কত?
ক) ৪০ খ) ৫০ গ) ৬০ ঘ) ৭০।
উত্তরঃ গ।
পিতা ও পুএের বয়সের যোগফল ৯০, পিতার বয়স পুএের বয়সের দ্বিগুন। পিতার বয়স কত?
ক) ৬৫ খ) ৬০ গ) ৭০ ঘ) ৭৫।
উত্তরঃখ।
পিতার ২৫ বছর পরে পুএের জন্ম।পিতার কত বছর বয়সে তার বয়স পুএের দ্বিগুণ হবে?
ক) ৪০ খ) ৪৫ গ) ৫০ ঘ) ৫৫।
উত্তরঃ গ।
পিতার বয়স পুএের দ্বিগুন অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুএের বয়স কত?
ক) ২৫ খ) ৩০ গ) ৩৫ ঘ) ৪০।
উত্তরঃ খ।
বাবা ও মেয়ের বয়সের যোগফল ৪৩ বছর । ৪ বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের ৬ গুন ছিল। বাব ও মেয়ের বর্তমান বয়স কত?
ক) ৩২ ও ১১ খ) ৩৬ ও ৭ গ) ৩৪ ও ৯ ঘ) ৩৮ ও ৫।
উত্তরঃ গ।
লিমা রিমার চেয়ে ১০ বছরের বড়। ৭ বছর পর লিমার বয়স রিমার দ্বিগুন।লিমার বর্তমান বয়স কত?
ক) ৩ খ) ১৩ গ) ২৩ ঘ) ১৫।
উত্তরঃ খ।
পিতার বয়স পুএের বয়সের ৪গুন। ৫ বছর পর তাদের বয়সের বসষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর?
ক) ৩০ খ) ৪০ গ) ৪৮ ঘ) কোনটিও নয়।
উত্তরঃ খ।
পিতা ও পুএের বর্তমান বয়সের সমষ্টি ৪২ বছব এবং অšতর ২২ বছর । পুএের বর্তমান বয়স কত?
ক) ১০ খ) ২২ গ) ৪২ ঘ) ৩২।
উত্তরঃ ক।

Leave a Comment