পরিব্রাজকের বাংলায় আগমন বিভিন্ন চাকুরি পরীক্ষা আগত mcq প্রশ্ন ও সমাধান
কোন পর্যটক সোনারগাও এসেছিলেন?
ক) ফা-হিয়েন
খ) ইবনে বতুতা
গ) মাকো পোলো
ঘ) হিউয়েন সাং
উত্তরঃ খ
হিউয়েন সাং কে ছিলেন?
ক) মঙ্গোলীয় পরিব্রাজক
খ) চীনা ব্যবসায়ী
গ) মঙ্গোলীয় লেখক
ঘ) চীনা পরিব্রাজক
উত্তরঃ ঘ
হিউয়েন সাং বাংলায় এসেছিলেন কার আমলে?
ক) সম্রাট অশোক
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) শশাঙ্ক
ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ ঘ
দিল্লী সালতানাত সম্পকিত বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্ন ও সমাধান
নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শতকে প্রতিষ্টিত হয় ?
ক) চতুথ শতকে
খ) পঞ্চম শতকে
গ) ষষ্ঠ শতকে
ঘ) সপ্তম শতকে
উত্তরঃ খ
মেগাস্থিনিস তার কোন গ্রন্থে তারতীয় উপমহাদেশ সম্পকে মূ্ল্যবান তথ্য লিপিবদ্ধ করেন?
ক) ইন্ডিকা
খ) ইন্ডিয়া
গ) ইন্ডিয়ানা
ঘ) ইন্ডাস
উত্তরঃ খ
মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন?
ক) চন্দ্রগুপ্ত
খ) অশোক
গ) ধর্মপাল
ঘ) সমুদ্রগুপ্ত
উত্তরঃ ক
চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ) আলাউদ্দিন হোসেন শাহ
গ) চন্দ্রগুপ্ত
ঘ) হর্ষবর্ধন
উত্তরঃ ক
পরিব্রাজক কে?
ক) পর্যটক
খ) পরিদর্শক
গ) পরিচালক
ঘ) কোনটিও নয়
উত্তরঃ ক
ফা-হিয়েন ছিলেন?
ক) সম্রাট
খ) পরিব্রাজক
গ) সেনাপতি
ঘ) মন্ত্রী
উত্তরঃ গ
বাংলায় স্বাধীন সুলতানী শাসন হতে বিভিন্ন চাকুরি পরীক্ষা আগত প্রশ্ন ও সমাধান
বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
ক) ই-সিং
খ) ফা হিয়েন
গ) ইউয়েন সাং
ঘ) জেন উং
উত্তরঃ খ
চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন?
ক) ২০১-২১০
খ) ৪০১-৪১০
গ) ৭০২-৭০৮
ঘ) ৯০৫-৯১৪
উত্তরঃ খ
চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার সময়ে এ দেশে আসেন?
ক) প্রথম চন্দ্রগুপ্ত
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ) তৃতীয় চন্দ্রগুপ্ত
ঘ) কানটিও নয়
উত্তরঃ খ
ইবনে বতুতা গ্রন্থের নাম কি?
ক) ইন্ডিকা
খ) অর্থশাস্ত্র
গ) রেহেলা
ঘ) তারিখ –মুবারক শাহী
উত্তরঃ খ
ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন?
ক) হযরত শাহ মখদুম
খ) হযরত শাহ পরান
গ) হযরহ শাহ সুলতান
ঘ) হযরত শাহজালাল
উত্তরঃ ঘ
ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
ক) চীন
খ) ইরাক
গ) মরক্কো
ঘ) জাপান
উত্তরঃ গ
কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন?
ক) মুহম্মাদ বিন কাসিম
খ) মুহম্মাদ বিন তুঘলক
গ) সম্রাট হুমায়ুন
ঘ) সম্রাট আকবর
উত্তরঃ খ
ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
ক) শামসুদ্দিন ফিরোজ শাহ
খ) হাজী ইলিয়াস শাহ
গ) হোসাইন শাহ
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ
উত্তরঃ ঘ
ইরনে বতুতা কোন শতকে বাংলায় আসেন?
ক) চতুদশ
খ) পঞ্চদশ
গ) ষষ্ঠদশ
ঘ) অষ্টদশ
উত্তরঃ ক
কোন চীনা পরিব্রাজক প্রথম বাংলায় আসেন
উত্তরঃ ফা-হিয়েন