০.০০০৭ এর বর্গমূল কত?
ক) ০.১ খ) ০.০১ গ) ০.০০১ ঘ)
উত্তরঃ খ
১০২৪ এর বর্গমূল কত?
ক) ৩২ খ) ২২ গ) ৫২ ঘ) ৪২
উত্তরঃ ক।
২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?
ক) ১৪২ খ) ১৪৪ গ) ১৩৬ ঘ) ১৪০
উত্তরঃ খ।
২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুন করলে সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪।
উত্তরঃ খ।
৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কত জন সৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গকারে সাজানো যাবে।
ক) ১২৪ খ) ২২৪ গ) ৪২৪ ঘ) ৫০৪।
উত্তরঃ গ।
৬৫১২০১ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে।
ক) ৪৮ খ) ৫০ গ) ৬০ ঘ) ৭০
উত্তরঃ ক।
একটি স্কুলে প্যারেড করার সমায় ছাএদের ১০, ১২ ও ১৬ সারিতে সাজানো হয় । ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাএ আছে?
ক) ১২০ খ) ১৮০ গ) ২২০ ঘ) ২৪০
উত্তরঃ ঘ।
একটি শ্রেণীতে যতজন ছাএ আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাএ সংখ্যা কত?
ক) ৯২ খ) ৭৫ গ) ৯১ ঘ) ৮১।
উত্তরঃ ঘ।
কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেক তত দশ পয়সা করে চাঁদা দেয়ায় নব্বই টারা সংগ্রহ হল। ঔ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত?
ক) ৯০ জন খ) ৬০ জন গ) ৩০ জন ঘ) ১৫ জন।
উত্তরঃ গ।
যত দাতা প্রত্যেক তত ১০ পয়সা দেয়াতে ২৫০ পয়সা হল। দাতার সংখ্যা কত?
ক) ৫ খ) ১০ গ) ২০ ঘ) ২৫।
উত্তরঃ ক।
কোন স্থানে যত লোক আছে তত পাচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
ক) ২৫ খ) ৫৫ গ) ১২৫ ঘ) কোনটি নয়।
উত্তরঃ ক।
একটি সংখ্যার বর্গমুল সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যটি কত?
ক) ৪ খ) ৫ গ) ২৫ ঘ) ২২৫।
উত্তরঃ গ।
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
ক) ২৬ খ) ২৫ গ) ৩৬ ঘ) ৯।
উত্তরঃ গ।