বাংলাদেশের অন্যান্য জাতীয় বিষয়াবলী MCQ হতে বিগত চাকরি পরীক্ষা বিসিএস , ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন , প্রথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে আগত প্রশ্ন ও সমাধানঃ
প্রশ্নঃ বাংলাদেশের মানচিত্র প্রথম কে অংকন করেন?
ক) জেমস রেনেল
খ) শিবনারায়ণ
গ) র্যাড ক্লিফ
ঘ) কামরুল হাসান
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৪ ডিসম্বার ২০১০ সালে কোন গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে কার্যকর করা হয়?
ক) কাঠাল গাছ
খ) সুন্দরী গাছ
গ) আম গাছ
ঘ) নারিকেল গাছ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
ক) কাঠাল
খ) আম
গ) আনারস
ঘ) লিচু
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় খেলা কি?
ক) ফুটবল
খ) ক্রিকেট
গ) কাবাডি
ঘ) ব্যাডমিন্টন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে জাতীয় কবি কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) ফররুখ আহম্মেদ
ঘ) মাইকেল মধুসুদন
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পাখি কি?
ক) দোয়েল
খ) ময়না
গ) কাক
ঘ) শালিক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পশু কি?
ক) গরু
খ) ছাগল
গ) গয়াল
ঘ) রয়েল বেঙ্গল টাইগার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?
ক) ধানমন্ডি
খ) সেগুনবাগিচা
গ) মিরপুর
ঘ) বেইল রোড
উত্তরঃ খ