বাংলাদেশের জাতীয় পতাকা MCQ 80+ প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?
ক) ১৭ জানুয়ারি ১৯৭২
খ) ১৬ ডিসম্বার ১৯৭১
গ) ২৬ মাচ ১৯৭১
ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে?
ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হামিদুর রহমান
ঘ) লুই ক্যান
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে পতাকা প্রথম উত্তলন করা হয়?
ক) ৭ মাচ ১৯৭১
খ) ২ মার্চ ১৯৭১
গ) ২৬ মার্চ ১৯৭১
ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্ত অনুপাত কত?
ক) ৯ঃ৬
খ) ১১ঃ৭
গ) ১০ঃ৬
ঘ) ৮ঃ৬
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে জাতীয় পতাকার রং কয়টি?
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার রং কি?
ক) গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত
খ) গাঢ় লালের মধ্যে সবুজ বৃত্ত
গ) গাঢ় সবুজের মধ্যে নীল বৃত্ত
ঘ) গাঢ় সবুজের মধ্যে হলুদ বৃত্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানের সবুজের মধ্যে লাল গোলকের ভিতর আর একটি প্রতীক ছিল তা কি?
ক) শাপলা ফুল
খ) বাংলাদেশের মানচিত্র
গ) নৌকা
ঘ) ধানের শীষ
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতীয় পকাতার বিধি কোন সালে প্রণীত হয়?
ক) ১৯৭৩
খ) ১৯৯২
গ) ১৯৭২
ঘ) ১৯৭৫
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য , প্রস্ত এবং মাঝের বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত?
ক) ৫ঃ৩ঃ১
খ) ৪ঃ২ঃ১
গ) ১০ঃ১২ঃ১
ঘ) ৩ঃ১ঃ.৫
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ?
ক) কলিকাতায়
খ) চট্রগ্রাম
গ) কুর্মিটোলা ক্যান্টনমেন্ট
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশেল পতাকা প্রথম কে উত্তোলন করেন?
ক) জনাব শাহাজাহান সিরাজ
খ) ছাত্রনেতা নুরে আলম সিদ্দিক
গ) ডাকসু ভিপি আ স ম আবদুর রব
ঘ) আবদুল কুদ্দুস মাখন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে জাতীয় পতাকা দিবস কবে?
ক) ২ মার্চ
খ) ৩ মার্চ
গ) ১৬ মার্চ
ঘ) ২৬ মার্চ
উত্তরঃ ক
প্রশ্নঃ সর্বপ্রথম কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করে?
ক) দিল্লী
খ) মিশর
গ) জাপান
ঘ) থাইল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশটি প্রথম জাতীয় পতাকা ব্যবহার করেছিল?
ক) Britain
খ) Germany
গ) Italy
ঘ) Denmark
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতীয় পতাকা প্রথম তৈরি করেন কে?
ক) কালরুল হাসান
খ) আব্দুর রব
গ) শিব নারায়ণ দাস
ঘ) সাজাহান সিরাজ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না?
ক) ভ্যাটিকান
খ) সৌদি আরব
গ) আইসল্যান্ড
ঘ) গ্রিনল্যান্ড
উত্তরঃ খ