বাংলাদেশের জাতীয় সংসদ ভবন MCQ ৫০+

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন MCQ প্রশ্ন ও সমাধান

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কয় কক্ষ বিশিষ্ট?

ক) এক

খ) ‍দুই

গ) তিন

ঘ) চার

উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

ক) লুই আই কান

খ) জন স্টয়ার্ট

গ) মাজাহারুল ইসলাম

ঘ) জয়নুল আবেদিন

উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর র্নিমিত?

ক) ৩২০ একর

খ) ২১৫ একর

গ) ১৮৫ একর

ঘ) ১২২ একর

উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়?

ক) ২৮ জানুয়ারী. ১৯৮০

খ) ২৮ জানুয়ারী, ১৯৮২

গ) ২৮ জানুয়ারী, ১৯৮৪

ঘ) ২৯ জানুয়ারী, ১৯৮৪

উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে একসময় সংসদের কার্যক্রম চলত?

ক) এফ রহমান হল

খ) জগন্নাথ হল

গ) ফজলুল হক হল

ঘ) সলিমুল্লাহ হল

উত্তরঃ খ

প্রশ্নঃ তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল?

ক) শেরে বাংলা নগর

খ) জগন্নাথ হলে

গ) তেজগাও

ঘ) জগন্নাথ কলেজে

উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?

ক) ৭ তলা

খ) ৮ তলা

গ) ৯ তলা

ঘ) ১০ তলা

উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষন প্রদান করেন?

ক) ভারতীয় রাষ্ট্রপ্রধান

খ) যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান

গ) শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান

ঘ) মালদ্বীপের রাষ্ট্রপ্রধান

উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বিদেশী রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষন দেন?

ক) পন্ডিত জওহরলাল নেহেরু

খ) মার্শল জোসেফ টিটো

গ) লালবাহাদুর শাস্ত্রী

ঘ) রিচার্ড নিক্সন

উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় সংসদের প্রতীক কি?

ক) পাট

খ) মসজিদ

গ) ধানের শীষ

ঘ) শাপলা ফুল

উত্তরঃ ঘ

বাংলাদেশের জাতীয় পতাকা MCQ 80+ প্রশ্ন ও সমাধান

Leave a Comment