বাংলাদেশের জাতীয় সঙ্গীত MCQ হতে বিগত চাকরি পরীক্ষা বিসিএস , ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন , প্রথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে আগত প্রশ্ন ও সমাধানঃ
প্রশ্নঃ কোন রাষ্ট্রীয় অনুষ্টানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ক) প্রথম ১০ টি
খ) প্রথম ৪ টি
গ) প্রথম ৬ টি
ঘ) প্রথম ৫ টি
উত্তরঃ খ
প্রশ্নঃ’আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ প্রথম প্রকাশ হয়?
ক) ১৯১৩ সালে
খ) ১৯০৫ সালে
গ) ১৯৭১ সালে
ঘ) ১৯৬৬ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
ক) বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা
খ) বাংলার মানুষের কথা
গ) বাংলার ইতিহাসের কথা
ঘ) বাংলার সংস্কৃতির কথা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
ক) নজরুল ইসলাম
খ) আবদুল গাফফার চৌধুরী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সুকুমার রায়
উত্তরঃ গ
প্রশ্নঃ’আমার সোনার বাংলা’ কবিতাটিতে কতটি চরণ আছে?
ক) ২২ টি
খ) ২৫ টি
গ) ১৮ টি
ঘ) ২০ টি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীত –
ক) আমার সোনার বাংলা গানটি সর্ম্পূণ অংশ
খ) উপরিউক্ত সঙ্গীতের প্রথম দশ লাইন
গ) উপরিউক্ত সঙ্গীতের প্রথম ১২ লাইন
ঘ) উপরিউক্ত সঙ্গীতের শেষের ১০ লাইন
উত্তরঃ খ
প্রশ্নঃ ’আমার সোনার বাংলা’ গানটির সুরকার কে?
ক) দেবাশীষ রায়
খ) কাজী নজরুল ইসলাম
গ) ইমতিয়াজ বুলবুল
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়?
ক) ৯ চরণ
খ) ৬ চরণ
গ) ৮ চরণ
ঘ) ৪ চরণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ’আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি রচনার প্রেক্ষাপট কি?
ক) প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রচিত
খ) বঙ্গভঙ্গজনিত আন্দোলনে রচিত
গ) অসহযোগ চলাকালে রচিত
ঘ) কলকাতায় হিন্দু মুসলমান দাঙ্গাকালে রচিত
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে?
ক) ড. কুদরইত ই খুদা
খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ) সৈয়দ সামসুল হক
ঘ) সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়?
ক) ইত্তেহাদ
খ) সমাচার দর্পণ
গ) বঙ্গদর্শন
ঘ) সমাচার
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
ক) সোনারতরী
খ) চৈতালী
গ) বঙ্গমাতা
ঘ) কোনটিও নয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ ছাড়া কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তাদের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত করেছে?
ক) ভুটান
খ) ভারত
গ) নেপাল
ঘ) শ্রীলঙ্কা
উত্তরঃ খ