বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ MCQ হতে বিগত চাকরি পরীক্ষা বিসিএস , ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন , প্রথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে আগত প্রশ্ন ও সমাধানঃ
প্রশ্নঃ জাতীয় স্মৃতি সৌধর স্থপতি কে?
ক) লই খান
খ) এফ আর খান
গ) নিতুন কুন্ডু
ঘ) মাইনুল হোসেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কত সালে মৃত্য বরণ করেন?
ক) ২০১৫ সালে
খ) ২০১৩ সালে
গ) ২০১৪ সালে
ঘ) ১০১২ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?
ক) ১৯৭২ সালে ১২ জানুয়ারি
খ) ১৯৮১ সালে ২৬ মার্চ
গ) ১৯৮২ সালে ১৬ ডিসম্বার
ঘ) ১৯৮৩ সালে ২৬ মার্চ
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
ক) সাভার
খ) মিরপুর
গ) যাত্রাবাড়ী
ঘ) উত্তরা
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধ ফলকের সংখ্যা কতটি?
ক) ৩ টি
খ) ৫ টি
গ) ৭ টি
ঘ) ৯ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে কতটি কৌণিক স্তর রয়েছে?
ক) ৭ টি
খ) ৯ টি
গ) ১১ টি
ঘ) ১৩ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
ক) ১৫০ ফুট
খ) ১৮০ ফুট
গ) ২১৬ ফুট
ঘ) ১৭২ ফুট
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
ক) ৪৬.৭২ মিঃ
খ) ৪৬ মিঃ
গ) ৪৫.৭২ মিঃ
ঘ) ৪৫ মিঃ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে?
ক) ভারত
খ) ফ্রান্স
গ) জাপান
ঘ) কানাডা
উত্তরঃ গ