বাংলাদেশের নদ-নদী

বাংলাদেশের নদ-নদী হতে আসা সকল চাকরি পরীক্ষা প্রশ্ন ও উত্তর।

বাংলাদেশে নদ-নদীর সংখ্যা কতটি?
উত্তরঃ ২৩০টি।
বাংলাদেশে জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি?
উত্তরঃ হালদা ও সাঙ্গু।
বাংলাদেশে প্রশ¯ত নদীর নাম কি?
উত্তরঃ মেঘনা।
বাংলাদেশে খর¯্রতানদীর নাম কি?
উত্তরঃ কর্ণফুলী ।
বাংলাদেশে দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ মেঘনা।
বাংলাদেশে দীর্ঘতম নদ কোনটি?
উত্তরঃ ব্রোম্যপুএ।
বাংলাদেশ ও মায়ানমার বিভক্তকারী নদূীর নাম কি?
উত্তরঃ নাফ নদী
নাফ নদীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫৬ কিমি।
মেঘনা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ আসামে লুসাই পাহাড়ে।
উৎপত্তি স্থানে মেঘনার নাম কি?
উত্তরঃ বরাক নদী।
মেঘনা নদী কি কি নামে বিভক্ত হয়েছে?
উত্তরঃ সুরমা ও কুশিয়ারা।
যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ পদ্মা
পুনর্ভবা ,নাগর ,কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
উত্তরঃ মহানন্দা।
বকল্যন্ডবাধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ বুড়িগঙ্গা ।
কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ আসামের লুসাই পাহাড়ের লংলেহ।
সুরমা ও কুশিয়ারা এই দুই নদীর মিলিত ¯্রােতের নাম কি?
উত্তরঃ মেঘনা।
রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
রংপুর দিয়ে প্রবাহিত নদীর নাম কি?
উত্তরঃ তিস্তা।
মধুমতি কোন নদীর শাখা নদী?
উত্তরঃ পদ্মা।
বাংলাদেশের বৃহত্তম হাওর নাম কি?
উত্তরঃ হাকালুকি হাওর।
পদ্মা নদী কোন জেলার সীমাšত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
উত্তরঃ চাপাইনবাবগঙ্চ।
পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?
উত্তরঃ চাঁদপুর।
ধলেশ্বরী কোন নদীর শাখা নদী?
উত্তরঃ যমুনা।
দোলাই নদী কোন নদীর পুরাতন নাম?
উত্তরঃ বুড়িগঙ্গা।
হালদা নদী কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি।
মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে কতটি আšত:নদী রয়েছে?
উত্তরঃ ৩টি।
সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সুরমা।
সরদা পুলিশ একাডেমি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পদ্মা।
চট্রগ্রাম ও রাঙ্গামাটি প্রধান নদী কোনটি?
উত্তরঃ কর্ণফুলী নদী।
হালদা ভ্যেলি কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি।
”বগালেক ” বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবন ।
পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ।
বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদীর নাম কি?
উত্তরঃ আতরাই।
মনু নদী কোন নদীর উপনদী?
উত্তরঃ মেঘনা।
বাংলাদেশে নদী গবেষনা ইন্সট্রিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ফরিদপুর ।
বাংলাদেশের প্রধান নদীবন্দর কোন টি?
উত্তরঃ নারায়নগঙ্জ।
পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ হিমালয় পর্বতের গঙ্গোএী হিমাবাহ।
পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি?
উত্তরঃ গঙ্গা।
পদ্মা নদী কোন জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তরঃ রাজশাহী।
বাংলাদেশের কৃএিম হ্রদ কোনটি ?
উত্তরঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ।
কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত কিমি?
উত্তরঃ ১১০ কিমি।
পদ্মা নদীর দৈর্ঘ্য কত কিমি?
উত্তরঃ ৩২৪ কিমি।

Leave a Comment