বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশ বিষয়াবলী নিয়ে চাকরি পরীক্ষায় আসা সকল প্রশ্ন ও উত্তর

০১. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তজাতিক সীমানা আছে?
উত্তর : ২ টি।
০২. বাংলাদেশের সীমানা আছে?
উত্তর : ভারত ও মায়ানমার।
০৩. বাংলাদেশের সাথে ভারতের সীমানার দৈঘ্য কত কিমি?
উত্তর : ৪১৫৬ কি মি।
০৪. বাংলাদেশের সাথে ভারতের রাজ্য কয়টি?
উত্তর : ৫ টি।
০৫. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কত কিমি?
উত্তর : ২৮৩ কিমি।
০৬. বাংলাদেশের উত্তরে অবস্থিত ?
উত্তর : পশ্চিমবঙ্গ ,মেঘালয় ও আসাম।
০৭. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
উত্তর : মেঘালয়।
০৮.মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তর : দক্ষিণ-পূর্ব দিকে।
বাংলাদেশের সমুদ্র উপকুলে মোট দৈর্ঘ্য কত কিমি?
উত্তর : ৭১১ কিমি।
১০. বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য কত?
উত্তর : ২৯২৮ মাইল (জল ও স্থল সহ)
১১. বর্তমান বাংলাদেশের মোট সমুদ্র অন্চল কত বর্গ কিমি?
উত্তর : ১,১৮,৮১৩ কিমি।
১২. বাংলাদেশের মাঝখান দিয়ে গিয়েছে?
উত্তর : কর্কটক্রাšিতয় রেখা।
১৩. বাংলাদেশের মোট আয়তন কত?
উত্তর : ১,৪৭,৫৭০ বর্গ কিমি।
১৪. বাংলাদেশের আয়তন কত বর্গ মাইল?
উত্তর : ৫৬৫০১ বর্গ মাইল।
১৫. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি?
উত্তর : ৮৮.০১ থেকে ৯২.৪১ পূর্ব দ্রাঘিমামাংশ।
১৬. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত কিমি?
উত্তর : ১২ ন্যটিক্যল মাইল।
১৭. বাংলাদেশের সমুদ্র উপকুলে দৈর্ঘ্য কত?
উত্তর : ৪৪৫ মাইল।
১৮. গ্রীনিচ মান থেকে বাংলাদেশের সময় কত?
উত্তর : ৬+ ঘন্টা।
১৯. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত কিমি?
উত্তর : ৩৭০.৪ কিমি।
২০. ভারতের সেভেন সিস্টার নামে পরিচিতি হলো?
উত্তর : আসাম, মিজোরাম,মেঘালয়,এিপুরা ,নণিপুর,নাগাল্যান্ড,অরুনাচল।
২১. বাংলাদেশের সর্ব উত্তরে জেলা নাম কি?
উত্তর : পঞগড়।
২২. বাংলাদেশের সর্ব উত্তরে উপজেলা নাম কি?
উত্তর : তেঁতুলিয়া ।
২৩. বাংলাদেশের সর্ব উত্তরে স্থানের নাম কি?
উত্তর : বাংলাবান্ধা।
২৪. বাংলাদেশের সর্ব দক্ষিনে জেলা নাম কি?
উত্তর : কক্সবাজার।
২৫. বাংলাদেশের সর্ব দক্ষিনে উপজেলা নাম কি?
উত্তর : টেকনাফ ।
২৬. বাংলাদেশের সর্ব দক্ষিনে স্থানের নাম কি?
উত্তর : ছেঁড়াদ¦ীপ।
২৭. বাংলাদেশের সর্ব পূর্বের জেলা নাম কি?
উত্তর : বান্দরবন।
২৮. বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা নাম কি?
উত্তর : থানচি ।
২৯. বাংলাদেশের সর্ব পূর্বের স্থানের নাম কি?
উত্তর : আখাইনঠং।
৩০. বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা নাম কি?
উত্তর : চাঁপাই নবাবগঞ।
৩১. বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা নাম কি?
উত্তর : শিবগঙ্জ ।
৩২. বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থানের নাম কি?
উত্তর : মনকশা।
৩৩. বাংলাদেশের উপকূলীয় জেলার সংখ্যা কতটি?
উত্তর : ১৯টি।
৩৪. বাংলাদেশের ভিতরে ভারতের সিটমহল ছিলো?
উত্তর : ১১১ টি।
৩৫. ভারতের ভিতরে বাংলাদেশের সিটমহল ছিলো?
উত্তর : ৫১ টি।
৩৬. ভারত বাংলাদেশে সিটমহল বিমিনয় হয়?
উত্তর : ৩১ জুলাই ২০১৫।
৩৭. তিনবিঘা করিডোর অবস্থিত ?
উত্তর : লালমনিরহাট জেলা।
৩৮. দহগ্রাম – আঙ্গরপোতা সিটমহল ছিল ?
উত্তর : লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়।
৩৯. রৌমারী ,বড়াইবাড়ী ,ইতালামারী সীমাšত স্থানগুলো আছে?
উত্তর : কুড়িগ্রামে।
৪০. সিলেটের গোয়াইনঘাট সীমাšত ভারতীয় অংশে নাম কি?
উত্তর : ডাউকি।
৪১. বেনাপোল স্থলবন্দরের ভারতীয় অংশের নাম কি?
উত্তর : পেট্রোপল।
৪২. বাংলাদেশের সীমাšেত মিয়ানমারের রাজ্য নাম কি?
উত্তর : আরাকান।
৪৩. ভূ-রাজনীতি নির্ধারিত হয় কিভাবে?
উত্তর : ভৌগোলিক অবস্থা দ্বারা।
৪৪. পাবর্ত চট্রগ্রাম এলাকা বাংলাদেশের কত অংশ?
উত্তর : মোটামুটি ১০ ভাগের ১ ভাগ।
৪৫. পাবর্ত চট্রগ্রাম এলাকা গঠিত হয়?
উত্তর : রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি।
৪৬. বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা নাম কি?
উত্তর : দিনাজপুর।
৪৭. বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা দিনাজপুরের উচ্চতা কত?
উত্তর : ৩৭.৫০ মিটার।

Leave a Comment