বাংলায় স্বাধীন সুলতানী শাসন mcq

বাংলায় স্বাধীন সুলতানী শাসন mcq প্রশ্ন ও সমাধান ।

বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?

ক) ১২১২

খ) ১২০০

গ) ১২০৪

ঘ) ১২১১

উত্তরঃ গ

সুলতানী আমলে বাংলার রাজধানী নাম কি?

ক) সোনারগাও

খ) জাহাঙ্গীরনগর

গ) ঢাকা

ঘ) গৌড়

উত্তরঃ ঘ

বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?

ক) আলী মর্দন খলজী

খ) তুঘরিল খান

গ) সামছুদ্দিন ফিরোজ

ঘ) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী

উত্তরঃ ঘ

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী কোন শতাব্দীতে ভারতবর্ষ আসেন?

ক) একাদশ

খ) দ্বাদশ

গ) এয়োদশ

ঘ) পঞ্চদশ

উত্তরঃ গ

বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন?

ক) হাজি ইলিয়াস শাহ

খ) ফখরুদ্দিন মোবারক শাহ

গ) হুসাইন শাহ

ঘ) মোহাম্মদ ঘোরি

উত্তরঃ খ

বাংলায় নবাবী আমল mcq

ইতিহাস বিখ্যাত সেনানয়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী কোন দেশের নাগরিক ছিলেন?

ক) পাকিস্তান

খ) তুরস্ক

গ) আফগানিস্তান

ঘ) ভারত

উত্তরঃ খ

দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর যার অর্থ

ক) বিদ্রোহের নগর

খ) শান্তির নগর

গ) সমৃদ্ধ নগর

ঘ) শ্যামল নগর

উত্তরঃ ক

বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?

ক) হুসেন শাহ

খ) ইলিয়াস শাহ

গ) বখতিয়ার শাহ

ঘ) মুহাম্মদ বিন কাসিম

উত্তরঃ গ

বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্টা করেন কে?

ক) নবাব সিরাজউদ্দৌলা

খ) নবাব আলীবদী খা

গ) ফখরুদ্দিন মোবারক শাহ

ঘ) বখতিয়ার শাহ

উত্তরঃ গ

উপাধি গ্রহনের মধ্যদিয়ে বাঙ্গালিদের রাষ্ট্রীয় পরিচয় তলে ধরেন যে শাসক তার নাম কি?

ক) নবাব সিরাজউদ্দৌলা

খ) ইলিয়াস শাহ

গ) ফখরুদ্দিন মোবারক শাহ

ঘ) বখতিয়ার শাহ

উত্তরঃ খ

বাংলায় মুসলিম শাসন আমলে আবওয়াবশব্দটি কোন ক্ষেত্রে ব্যবহ্রত হয়?

ক) নদী

খ) পানি

গ) খাজনা

ঘ) জমি

উত্তরঃ গ

বাংলায় মুসলিম শাসন সুচনা করেন কে?

ক) নবাব সিরাজউদ্দৌলা

খ) ইলিয়াস শাহ

গ) ফখরুদ্দিন মোবারক শাহ

ঘ) বখতিয়ার শাহ

উত্তরঃ ঘ

গৌর গোবিন্দ যে অঞ্চলের বাজা ছিল?

ক) চট্রগ্রাম

খ) সিলেট

গ) গৌড়

ঘ) পান্ডুয়া

উত্তরঃ খ

হয়রত শাহাজালাল কোন শাসককে পরাজিত করে সিলেট আযান ধ্বনি দিয়েছিলেন?

ক) বিক্রমাদিত্য

খ) কৃষ্ঞচন্দ্র

গ) গৌর গোবিন্দ

ঘ) নক্ষ্মণ সেন

উত্তরঃ গ

হয়রত শাহাজালাল কোন দেশের অধিবাসী ছিলেন?

ক) পাকিস্তান

খ) তুরস্ক

গ) আফগানিস্তান

ঘ) ভারত

উত্তরঃ খ

ইয়েমেন থেকে আসা কোন মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে?

ক) খান জাহান আলী

খ) বায়জীদ বোস্তামী

গ) শাহ মখদুম

ঘ) শাহজালাল ( রাঃ )

উত্তরঃ ঘ

কোন শাসকদের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে অভিহিত হয়?

ক) মৌর্য

খ) গুপ্ত

গ) পাল

ঘ) মুসলিম

উত্তরঃ ঘ

আওয়ামী মুসলিম লীগ গঠন mcq

বাঙ্গালাহ নামের প্রচলন করেন কে

ক) শশাঙ্ক

খ) ধর্মপাল

গ) ইলিয়াস শাহ

ঘ) আকবর

উত্তরঃ গ

কবি হাফিজ কে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি

ক) আলাউদ্দিন হোসেন শাহ

খ) রুকনউদ্দিন হুসেন শাহ

গ) ফখরুদ্দিন মোবারক শাহ

ঘ) গিয়াস উদ্দিন শাহ

উত্তরঃ ঘ

ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিলো বাংলার কোন সুলতানের সাথে?

ক) আলাউদ্দিন হোসেন শাহ

খ) রুকনউদ্দিন হুসেন শাহ

গ) ফখরুদ্দিন মোবারক শাহ

ঘ) গিয়াস উদ্দিন শাহ

উত্তরঃ ঘ

কোন আমলে বাংলার গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?

ক) ইলিয়াস শাহ

খ) হোসেন শাহ

গ) মোগল

ঘ) সুলতান

উত্তরঃ খ

কোন ব্যাক্তি বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন?

ক) ফা হিয়েন

খ) ইবনে বতুতা

গ) হিউয়েন সাং

ঘ) ইবনে খলদুন

উত্তরঃ খ

Leave a Comment