বাংলার প্রাচীন জনপদ
০১. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক) সমতট
খ) পুণ্ড্র
গ) বঙ্গ
ঘ) হরিকেল
উত্তরঃ গ
০২. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?
ক) পুণ্ড্র
খ) তাম্রলিপ্ত
গ) গৌড়
ঘ) হরিকেল
উত্তরঃ ক
০৩. বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীন কালে কোন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
ক) সমতট
খ) পুণ্ডবর্ধন
গ) রাঢ়
ঘ) বঙ্গ
উত্তরঃ ঘ
০৪. প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
ক) সুলতান সিকান্দার শাহ
খ) সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
গ) নবাব সিরাজউদ্দৌলা
ঘ) নবাব আলীবর্দী খাঁ
উত্তরঃ খ
০৫. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর
উত্তরঃ গ
০৬. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
ক) সোনারগাঁও
খ) বিক্রমপুর
গ) পুণ্ড্র
ঘ) গোপালগঞ্জ
উত্তরঃ গ
০৭. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তরঃ ঘ
০৮. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ক) ফখরুদ্দিন মোবারক শাহ
খ) হোসেন শাহ্
গ) শায়েস্তা খাঁ
ঘ) ঈশা খাঁ
উত্তরঃ খ
০৯. যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক) গৌড়
খ) রাঢ়
গ) সমতট
ঘ) বঙ্গ
উত্তরঃ ক
১০. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা—
ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) খুলনা
ঘ) চট্টগ্রাম
উত্তরঃ ঘ
১১. প্রাচীন বাংলার নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল?
ক) সমতট
খ) বরেন্দ্র
গ) রাঢ়
ঘ) হরিকেল
উত্তরঃ ঘ
১২. প্রাচীনকালে ‘ সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো ?
ক) বগুড়া ও দিনাজ অঞ্চল
খ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
গ) ঢাকা ও ময়মনসিংহ
ঘ) বৃহত্তর সিলেট অঞ্চল
উত্তরঃ খ
১৩. নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক) সমতট
খ) বাংলা
গ) চন্দ্রদ্বীপ
ঘ) হরিকেল
উত্তরঃ ক
১৪. বাংলাদেশে কোন বিভাগে ”বরেন্দ্র ভূমি” অবস্থিত?
ক) সিলেট
খ) রাজশাহী
গ) খুলনা
ঘ) বরিশাল
উত্তরঃ খ
১৫. বরেন্দ্রভূমি বলা হয় —
ক) ময়নামতি ও লালমাই পাহাড়কে
খ) শালবন বিহারকে
গ) মধুপুর ও ভালয়ালের গড়কে
ঘ) রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে
উত্তরঃ ঘ
১৬. তাম্রলিপ্ত কি?
ক) প্রাচীন জনপদ
খ) তামার পাতে শাসনাদেশ
গ) প্রাচীন গ্রন্থ
ঘ) প্রাচীন ভাষা
উত্তরঃ ক
১৭. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ -এর বর্তমান নাম——
ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) বরিশাল
ঘ) হাতিয়া
উত্তরঃ গ
১৮. বাংলাদেশের একিটি প্রাচীন জনপদের নাম-
ক) রাঢ়
খ) চট্টলা
গ) শ্রীহট্ট
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ
১৯. বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে কোন জনপদটি সবচেয়ে প্রাচীন?
ক) বঙ্গ
খ) গৌড়
গ) সমতট
ঘ) পুন্ড্র
উত্তরঃ ঘ
২০. রংপুর অঞ্চল প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক) হংসবতী
খ) নীলাচল
গ) জনকভু
ঘ) রাজগৃহ
উত্তরঃ ঘ
২১. বর্তমান রাজশাহী,দিনাজপুর ও রংপুর প্রাচীনযুগে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক) বঙ্গ
খ) সমতট
গ) বরেন্দ্র
ঘ) হরিকেল
উত্তরঃ গ
২২. কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালি প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
ক) বঙ্গ
খ) সমতট
গ) হরিকেল
ঘ) পুণ্ড্র
উত্তরঃ খ
২৩. কুষ্টিয়া, যশোর ও ঢাকা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তভুর্ক্ত ছিল?
ক) বঙ্গ
খ) সমতট
গ) হরিকেল
ঘ) পুণ্ড্র
উত্তরঃ ক
২৪. প্রাচীনকালে বাংলা কতটি জনপদে বিভক্ত ছিল?
ক) ১৯টি
খ) ১৪টি
গ) ১৭টি
ঘ) ১৮টি
উত্তরঃ খ
২৫. বাংলাদেশের একটি প্রাচীন জনপদ-
ক) সোনারগাঁও
খ) হরিকেল
গ) ভুলুয়া
ঘ) পঞ্চগড়
উত্তরঃ খ
২৬. পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অর্ন্তভুক্ত ছিল?
ক) সোনারগাঁও
খ) চন্দ্রদ্বীপ
গ) ভুলুয়া
ঘ) পঞ্চগড়
উত্তরঃ খ
২৭. হরিকেল জনপদ-
ক) ঢাকা
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) সিলেট
উত্তরঃ ঘ