বাংলা মুঘল শাসন
ঢাকা ধোলাইখাল কে খনন করেন?
ক) পরিবিবি
খ) ইসলাম খান
গ) শায়েস্তা খান
ঘ) ঈশা খান
উত্তরঃ খ
লালবাগের কেল্লা কে স্থাপন করেন?
ক) শাহ সুজা
খ) শায়েস্তা খান
গ) টিপু সুলতান
ঘ) ইসলাম খান
উত্তরঃ খ
ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
ক) ১২৫৫
খ) ১৬১০
গ) ১৯০৫
ঘ) ১৯৪৭
উত্তরঃ খ
কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ?
ক) ইসলাম খান
খ) রাজা মানসিংহ
গ) মীর জুমলা
ঘ) শায়েস্তা খান
উত্তরঃ ঘ
ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন চাকরি পরীক্ষা প্রশ্ন ও সমাধান
ঢাকা বড় কাটরা ও ছোট কাটরা শহরের কোন এলাকায় অবস্থিত?
ক) চকবাজার
খ) সদরঘাট
গ) লালবাগ
ঘ) ইসলামপুর
উত্তরঃ ক
কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠির নির্মানের অনুমতি দেন?
ক) জাহাঙ্গীর
খ) শাহাজাহান
গ) আওরঙ্গজেব
ঘ) ফররুখ শিয়র
উত্তরঃ খ
সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত?
ক) ক্যাপটেন হকিন্স
খ) এডওয়ার্ডস
গ) স্যার টমাস রো
ঘ) উইলিয়াম কেরি
উত্তরঃ ক
মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহ্রত হয়?
ক) আসাম যুদ্ধে
খ) পিলখানা যুদ্ধে
গ) পলাশীর যুদ্ধে
ঘ) রাজমহলের যুদ্ধে
উত্তরঃ ক
লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম কি?
ক) পরী বিবি
খ) ইরান দুখত
গ) জাহানারা
ঘ) বিবি মরিয়ম
উত্তরঃ খ
সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয়?
ক) জাহাঙ্গীরের সময়ে
খ) শাহজাহানের সময়ে
গ) হুমায়ুনের সময়ে
ঘ) আকবেরের সময়ে
উত্তরঃ ক
বিবি পরি কে ছিলেন?
ক) আওরঙ্গজেবের কন্যা
খ) শায়েস্তা খানের কন্যা
গ) হুমায়ুনের কন্যা
ঘ) আকররের কন্যা
উত্তরঃ খ
কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম হতে বিতাড়িত করেন?
ক) কাসিম খান
খ) মীরজুমলা
গ) ইসলাম খান
ঘ) মুর্শিতকুলী খান
উত্তরঃ শায়েস্তা খান উত্তর হবে।
ঢাকার বড় কাটরা নির্মাণ করেছিন কে?
ক) আওবঙ্গজেব
খ) শাহ সুজা
গ) শাহ আলম
ঘ) শায়েস্তা খান
উত্তরঃ খ
কোন মুঘল সম্রাটের সমায় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল?
ক) আকবর
খ) শাহজাহান
গ) জাহাঙ্গীর
ঘ) আওরঙ্গজেব
উত্তরঃ ঘ
মুঘল আমলে ঢাকার নাম কি ছিল?
ক) ইসলামবাদ
খ) পরীবাদ
গ) জাহাঙ্গীরবাদ
ঘ) সোনারগা
উত্তরঃ গ
কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
ক) গৌড়
খ) সোনারগাও
গ) ঢাকা
ঘ) হুগলি
উত্তরঃ গ
কোন মুঘল সম্রাটের সমায় বাংলা বিজিত হয়?
ক) বাবর
খ) জাহাঙ্গীর
গ) আকবর
ঘ) আওরঙ্গজেব
উত্তরঃ খ
বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?
ক) মীর জুমলা
খ) ইসলাম খান
গ) মান সিংহ
ঘ) শায়েস্তা খান
উত্তরঃ খ
কোন সম্রাট আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয়?
ক) আকবর
খ) শাহজাহান
গ) বাবর
ঘ) জাহাঙ্গীর
উত্তরঃ খ
ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
ক) ব্রিটিম আমলে
খ) সুলতানি আমলে
গ) মুঘল আমলে
ঘ) স্বাধীন আমলে
উত্তরঃ গ
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
ক) ইসলাম খান
খ) ইব্রাহীম খান
গ) শায়েস্তা খান
ঘ) মীর জুমলা
উত্তরঃ ক
৭ মার্চ ঐতিহাসিক ভাষণ চাকরি পরীক্ষা প্রশ্ন ও সমাধান
বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে?
ক) শাহ সুজা
খ) মীর জুমলা
গ) শায়েস্তা খা
ঘ) ইসলাম খান
উত্তরঃ ঘ
বাংলার দক্ষিন আঙ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?
ক) মুশিদকুলী খান
খ) ইসলাম খান
গ) শায়েস্তা খান
ঘ) শের খান
উত্তরঃ গ
ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মান করেন কে?
ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) শায়েস্তা খান
গ) ঈশা খান
ঘ) সুবেদার ইসলাম খান
উত্তরঃ খ