বাঙ্গালি রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজ্ঞানী, শিক্ষাবিদ MCQ 40+

বাঙ্গালি রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজ্ঞানী, শিক্ষাবিদ MCQ প্রশ্ন ও সমাধানঃ প্রশ্নঃ

শেরে বাংলার পিতার নাম কি?

ক) মোহাম্মদ ওয়াজেদ

খ) মোহাম্মাদ ইকরাম আলী

গ) মোহাম্মাদ আবুল কাসেম

ঘ) মোহাম্মাদ আশরাফ আলী

উত্তরঃ ক

শেরে বাংলা এ কে ফজলুল হক কোন জেলার অধিবাসী ছিলেন?

ক) ঢাকা

খ) কুমিল্লা

গ) সিরাজগঙ্জ

ঘ) বরিশাল

উত্তরঃ ঘ

অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন?

ক) হোসেন শহীদ সোহরাওয়াদী

খ) শেখ মুজিবুর রহমান

গ) শেরে বাংলা এ কে ফজলুল হক

ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী

উত্তরঃ গ

বাংলায় ঋণ সালিশি আইন কার আমলে প্রণীত হয়?

ক) এইচ এস সোহরাওয়াদী

খ) এ কে ফজলুল হক

গ) খাজা নাজিম উদ্দীন

ঘ) নুরুল আমিন

উত্তরঃখ

ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কবে?

ক) ১২ নভেম্বর ১৯৯৬

খ) ২৫ জানুয়ারি ১৯৭৪

গ) ২৬ সেপ্টেম্বর ১০৭৫

ঘ) ১৫ সেপ্টেম্বর ১৯৯১

উত্তরঃ গ

সার্ক এর প্রস্তাবক কোন দেশ?

ক) ভারত

খ) নেপাল

গ) শ্রীলঙ্কা

ঘ) বাংলাদেশ

উত্তরঃ ঘ

প্রথম সার্ক পুরস্কার লাভ করে কে?

ক) ইন্দিরা গান্ধী

খ) শ্রীমাভো বন্দারনায়েক

গ) জিগমে সিঙ্গে ওয়াংচুক

ঘ) শহীদ জিয়াউর রহমান

উত্তরঃ ঘ

বাংলাদেশের অন্যতম বিঙ্গান বিষয়ক লেখক?

ক) হুমায়ূন আহমেদ

খ) রশীদ করিম

গ) হুমায়ূন আজাদ

ঘ) আবদুল্লাহ আল মুতি

উত্তরঃ ঘ

বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করে?

ক) কুদরত ই খুদা

খ) জগদ্দ্বীশ চন্দ্র বসু

গ) আল মতি শরফুদ্দীন

ঘ) মেঘনাদ সাহা

উত্তরঃ গ

গাছের প্রাণ আছে- কে প্রমাণ করেন?

ক) কুদরত ই খুদা

খ) জগদ্দ্বীশ চন্দ্র বসু

গ) আল মতি শরফুদ্দীন

ঘ) মেঘনাদ সাহা

উত্তরঃ খ

জগদীশচন্দ্র বসু রচিত গ্রন্থ কোনটি?

ক) বিজ্ঞানের কথা

খ) অব্যক্ত

গ) বক্তব্য

ঘ) বিশ্ব- পরিচয়

উত্তরঃ খ

বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে?

ক) হামিদুর রহমান

খ) ফজলুর রহমান খান

গ) নভেরা আহমদ

ঘ) জুলফিকার আলী খান

উত্তরঃ খ

পৃথিবীর বিখ্যাত একজন বাঙ্গালী স্থপতি কে?

ক) হামিদুর রহমান

খ) ফজলুর রহমান খান

গ) নভেরা আহমদ

ঘ) জুলফিকার আলী খান

উত্তরঃ খ

জামাল নজরুল ইসলাম কে?

ক) ফুটবল খেলোয়াড়

খ) অর্থনীতিবিদ

গ) কবি

ঘ) বৈজ্ঞানিক

উত্তরঃ ঘ

বাংলাদেশের কোন লোকসংষ্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন?

ক) ডক্টর মুহম্মাদ শহীদুল্লাহ

খ) প্রফেসর মাযহারুল ইসলাম

গ) জসীম উদ্দীন

ঘ) মুহম্মদ মনসুর উদ্দীন

উত্তরঃ ক

ডক্টর মুহম্মাদ শহীদুল্লাহ জীবনকাল কোনটি?

ক) ১৮৮৫-১৯৬৯

খ) ১৮৭৫- ১৯৬৯

গ) ১৮৮৪-১৯৬৯

ঘ) ১৮৮৫-১৯৭০

উত্তরঃ ক

আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য;তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালি’ উক্তিটি কার?

ক) ডক্টর মুহম্মাদ শহীদুল্লাহ

খ) প্রফেসর মাযহারুল ইসলাম

গ) জসীম উদ্দীন

ঘ) মুহম্মদ মনসুর উদ্দীন

উত্তরঃ ক

বাংলাদেশের অন্যান্য জাতীয় বিষয়াবলী MCQ 50+

Leave a Comment