বিখ্যাত সঙ্গীতশিল্পী MCQ প্রশ্ন ও সমাধানঃ প্রশ্নঃ
’আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটি রচয়িতা কে?
ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) পাগলা কানাই
ঘ) রাধারমণ দত্ত
উত্তরঃ ক
লালন ফকিরের জন্মস্থান কোথায়?
ক) কুষ্টিয়া
খ) ঝিনাইদাহ
গ) মেহেরপুর
ঘ) নদীয়া
উত্তরঃ খ
’সুর সম্রাট’ কাকে বলা হয়?
ক) ওস্তাদ আয়াত আলী খা
খ) ওস্তাদ আলাউদ্দিন খা
গ) ওস্তাদ আকবর আলী খা
ঘ) ওস্তাদ বড়ে গোলাম আলী খা
উত্তরঃ খ
ছেউড়িয়া কেন বিখ্যাত ?
ক) রবীন্দ্রনাথের কুঠিরবাড়ি
খ) লালন ফকিরের আখড়া
গ) প্রাচীন বৌদ্ধ মন্দির
ঘ) বনাঞ্চল
উত্তরঃ খ
লালন ফকির সমধিক পরিচিত?
ক) বাউল
খ) আউল
গ) সুফি
ঘ) দরবেশ হিসেবে
উত্তরঃ ক
”কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায় ” এই পংক্তি নিচের একজনের
ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) পাগলা কানাই
ঘ) রাধারমণ দত্ত
উত্তরঃ ক
’খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ এ পংক্তিটি কি?
ক) বাউল পদাবলীর অর্ন্তগত
খ) শাক্ত পদাবলীর অর্ন্তগত
গ) বৈষ্বব পদাবলীর অর্ন্তগত
ঘ) কোনটিও নয়
উত্তরঃ ক
’খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ এ পংক্তিটি কার রচনা?
ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) পাগলা কানাই
ঘ) রাধারমণ দত্ত
উত্তরঃ ক
’আমি অপার হয়ে বসে আছি’ কার রচনাংশ?
ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) পাগলা কানাই
ঘ) রাধারমণ দত্ত
উত্তরঃ ক
উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতমান বাউল কে?
ক) লালন শাহ
খ) হাসন রাজা
গ) পাগলা কানাই
ঘ) রাধারমণ দত্ত
উত্তরঃ খ
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহন করেন?
ক) ব্রাহ্মণবাড়িয়া
খ) চট্রগ্রাম
গ) মুর্শিদাবাদ
ঘ) কোলকাতা
উত্তরঃ ক
বাদ্যযন্ত্র ‘সরোদ’ এর বর্তমান রুপ দেন কে?
ক) ওস্তাদ রবিশংকর
খ) ওস্তাদ আয়াত আলী খান
গ) ওস্তাদ গোলাম আলী
ঘ) ওস্তাদ আলাউদ্দিন খান
উত্তরঃ ঘ
বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ আলী আকবর খাঁর পিতা –
ক) আলাউদ্দিন খাঁ
খ) আফতাবুদ্দিন খাঁ
গ) আয়াত আলি খাঁ
ঘ) বিসমিল্লাহ খাঁ
উত্তরঃ ক
বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী –
ক) বারীণ মজুমদার
খ) আবদুল আলিম
গ) সোহরাব হোসেন
ঘ) সৈয়দ আবদুল হামিদ
উত্তরঃ ক
গাড়ী চলে না, চলে না, নারে……… গানটি গীতিকার কে?
ক) বারীণ মজুমদার
খ) আবদুল আলিম
গ) সোহরাব হোসেন
ঘ) শাহ আবদুল করিম
উত্তরঃ ঘ
বিখ্যাত চিত্রশিল্পী
বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকার কে?
ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) এস.এম সুলতান
ঘ) রফিকুন্নবী
উত্তরঃ খ
নিচের কে চিত্রশিল্পী ?
ক) আল মাহমুদ
খ) এফ আর খান
গ) ইসহাক
ঘ) এস এম সুলতান
উত্তরঃ ঘ
বাংলার কাটুন সিরিজ ‘মিনা ’ কোন শিল্পীর সৃষ্টি?
ক) তানভীর কবীর
খ) রফিকুন নবীন
গ) মোস্তফা মনোয়ার
ঘ) মৃণাল হক
উত্তরঃ গ
’পঞ্ছইন্দ্রিয ’তৈলচিত্রের চিত্রশিল্পী কে?
ক) মকবুল হোসেনে ফিদা
খ) পাবলো পিকাসো
গ) মোস্তফা মনোয়ার
ঘ) মৃণাল হক
উত্তরঃ ক
ম্যাডোনা-৪৩ ছবিটি শিল্পী কে?
ক) মকবুল হোসেনে ফিদা
খ) পাবলো পিকাসো
গ) মোস্তফা মনোয়ার
ঘ) জয়নুল আবেদিন
উত্তরঃ ঘ
’সংগ্রাম’ চিত্রকর্মর শিল্পী কে?
ক) মকবুল হোসেনে ফিদা
খ) পাবলো পিকাসো
গ) মোস্তফা মনোয়ার
ঘ) জয়নুল আবেদিন
উত্তরঃ ঘ
বিখ্যাত চিত্রকর্ম ‘তিনকন্যা’ এর চিত্রকর কে?
ক) কামরুল হাসান
খ) পাবলো পিকাসো
গ) মোস্তফা মনোয়ার
ঘ) মৃণাল হক
উত্তরঃ ক
শিল্পচার্য জয়নুল আবেদিন “দুর্ভিক্ষর চিত্রমালা ” একেছিলেন কোন মন্বন্তরকে অবলম্বন করে?
ক) ছিয়াত্তরের মন্বন্তর
খ) তেতাল্লিশের মন্বন্তর
গ) চুয়াত্তিরের মন্বন্তর
ঘ) সত্তরের মন্বন্তর
উত্তরঃ খ
সার্ক ফোয়ারার ভাস্কর কে?
ক) রাশা
খ) মৃণাল হক
গ) নিতুন কুন্ডু
ঘ) হামিদুর রহমান
উত্তরঃ গ
”শাবাশ বাংলাদেশ” ভাস্করটির শিল্পীকে?
ক) রাশা
খ) মৃণাল হক
গ) নিতুন কুন্ডু
ঘ) হামিদুর রহমান
উত্তরঃ গ
মিশুকের স্থপতি কে?
ক) রাশা
খ) মৃণাল হক
গ) মোস্তফা মনোয়ার
ঘ) হামিদুর রহমান
উত্তরঃ গ
শিল্পচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম কোনটি?
ক) সংগ্রাম
খ) নবান্ন
গ) ম্যাডোনা-৪৩
ঘ) বর্ণিত সবকটি
উত্তরঃ ঘ
মনপুরা-৭০ কি?
ক) এমটি উপজেলা
খ) একটি নদী বন্দর
গ) একটি উপন্যাস
ঘ) একটি চিত্র পিল্প
উত্তরঃ ঘ
”দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে” এ পোস্টারের রুপকার কে?
ক) রাশা
খ) মৃণাল হক
গ) কামরুল হাসান
ঘ) হামিদুর রহমান
উত্তরঃ গ
পন্ডিত অতীশ দীপঙ্করের জন্ম কোনটি?
ক) চট্রগাম
খ) কুমিল্লা
গ) বিক্রমপুর
ঘ) ময়মনসিংহ
উত্তরঃ গ
অতীশ দীপঙ্কর কোন জেলার অধিবাসী ছিলেন?
ক) মুন্সিগজ্ঞ
খ) নরসিংদী
গ) মানিগজ্ঞ
ঘ) ঢাকা
উত্তরঃ ক
অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধধর্ম প্রচার করে বিখ্যাত হন?
ক) তিব্বত
খ) মায়নমার
গ) শ্রীলংকা
ঘ) দক্ষিন ভারত
উত্তরঃ ক