বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হতে আসা সকল চাকরি প্রশ্ন ও উত্তর

বেগম রোকেয়া রচনা কোনটি?
উত্তরঃ অবরোধবাসিনী।
বেগম রোকেয়া রচনা কোনটি?
উত্তরঃ মতিচূর।
বেগম রোকেয়া রচিত উপন্যাস কোনটি?
উত্তরঃ পদ্মারাগ।
বেগম রোকেয়া ’সুলতানার স্বপ’œ কি
উত্তরঃ উপন্যাস।
বেগম রোকেয়া কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা?
উত্তরঃ সুলতানার স্বপ্ন।
বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা নাম কি?
উত্তরঃ বেগম রোকেয়া ।
পদ্মারাগ লিখেছেন কে?
উত্তরঃ বেগম রোকেয়া।
মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে?
উত্তরঃ বেগম রোকেয়া ।
কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়া রচনা?
উত্তরঃ পদ্মারাগ, অররোধবাসিনী।
রোকেয়া সাখাওয়াত হোসেন নাকের দড়ি বলতে বুঝিয়েছেন?
উত্তরঃ বাধ্য করার অস্ত্র।
অর্ধাঙ্গী’র রচয়িতার লেখা প্রকাশিত হয় কি নামে?
উত্তরঃ মিসেস আর এস হোসেন।
রোকেয়া সাখাওয়াত হোসেন ’অবরোধবাসিনী’ প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯৩১ সালে।
বেগম রোকেয়া লেখা প্রকশিত হয় কোন পত্রিকায়?
উত্তরঃ নবনূর , সওগাত।
বেগম রোকেয়া দিবস পালিত হয় কখন?
উত্তরঃ ৯ ডিসম্বার।
বেগম রোকেয়া জন্মগ্রহন করেন কোথায়?
উত্তরঃ রংপুর জেলা,পায়রাবান্দা গ্রামে।
বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ১৮৮০ সালে ৯ ডিসমম্বার।
বেগম রোকেয়া মৃত্যুবরন করেন?
উত্তরঃ ১৯৩২ সালে ৯ ডিসম্বার।

Leave a Comment