বেগম সুফিয়া কামাল

বেগম সুফিয়া কামাল
বেগম সুফিয়া কামাল কাব্যগ্রন্থ হলো সাঁঝের মায়া, মন ও জীবন , উদত্ত পৃথিবী, অভিযাত্রিক, মায়া কাজল , মৃত্তিকার ঘ্রাণ।
গল্পঃ কেয়ার কাটাঁ।
ভ্রমনকাহিনিঃ সোভিয়েতের দিনগুলো।
আন্মজীবনীঃ একালে আমাদের কাল।
বেগম সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ শায়েস্তাবাদে, বরিশাল।
বেগম সুফিয়া কামাল রচিত প্রথম গল্পের নাম কি?
উত্তরঃ সৈনিক বধূ।
বেগম সুফিয়া কামালকে বলা হয় কি?
উত্তরঃ জননী সাহসিকা।
বাংলাদেশ প্রথম আধুনিক মহিলা কবি কে?
উত্তরঃ বেগম সুফিয়া কামাল
’বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক কে?
উত্তরঃ সুফিয়া কামাল।
সফিয়া কামালের কবিতা কোনটি?
ক) ঝরাপাতা
খ) কবর
গ) তাহারই মরে মনে
ঘ) হেমন্ত সন্দ্যায়
উত্তরঃ গ।
সাঁঝের মায়া ’কার লেখা?
ক) কাজী নজরুল ইসলাম
খ) সুফিয়া কামাল
গ) সেলিনা সোসেন
ঘ) জাহানারা ইমাম।
উত্তরঃ খ।
’একাত্তরের ডায়েরি’ কার রচনা?
ক) আয়েশা ফয়েজ
খ) সুফিয়া কামাল
গ) সেলিনা সোসেন
ঘ) জাহানারা ইমাম।
উত্তরঃ খ।
বেগম সাফিয়া কামাল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?
ক) একজন কবি ও রাজনীতিবিদ
খ) একজন কবি ও সমাজসেবক
গ) শিশুতোষ গ্রন্তলেখক ও সমাজসেবক
ঘ) একজন কবি ও গৃহিণী।
উত্তরঃ খ।
বেগম সুফিয়া কামাল কোন ধারনের কবি?
ক) মহাকবি
খ) গীতিকবি
গ) পল্লীকবি
ঘ) ছন্দের কবি।
উত্তরঃ খ।
’কেয়ার কাঁটা’ কার রচনা?
ক) বুদ্ধদেব বসু
খ) সুফিয়া কামাল
গ) সেলিনা সোসেন
ঘ) জাহানারা ইমাম।
উত্তরঃ খ।
সোভিয়েতে দিনগুলো কার রচিতা?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) সুফিয়া কামাল
গ) সেলিনা সোসেন
ঘ) জাহানারা ইমাম।
উত্তরঃ খ।

Leave a Comment