ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন mcq

ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্য প্রথম এসেছিল

ক) ইংরেজরা

খ) ওলন্দাজরা

গ) ফরাসীরা

ঘ) পর্তুগিজরা

উত্তরঃ ঘ

দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?

ক) শের শাহ

খ) আকবর

গ) জাহাঙ্গীর

ঘ) আওরঙ্গজেব

উত্তরঃ ক

কোন উইরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?

ক) ইংরেজ

খ) ওলন্দাজ

গ) ফরাসি

ঘ) পর্তুগিজ

উত্তরঃ ঘ

কারা সর্বপ্রথম ভারতে আসার সমুদ্র পথ আবিস্কার করেন?

ক) ওলন্দাজ

খ) ব্রিটিশ

গ) পতুগিজ

ঘ) ফরাসি

উত্তরঃ গ

পর্তুগীজ কত খ্রিষ্টাব্দে প্রথম চট্রগ্রামে আসে এবং বাণিজ্য করা
অনুমতি পায়?

ক) ১৪৯৮

খ) ১৫৯০

গ) ১৬৯৮

ঘ) কোনটিও নয়

উত্তরঃ ঘ

বাংলাদেশের নদ-নদী MCQ প্রশ্ন ও সমাধান

কত সালে উইরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কার হয়?

ক) ১৪৮৭

খ) ১৪৯০

গ) ১৪৯৮

ঘ) ১৫০২

উত্তরঃ ক

ভাস্কো-দা-গামা ছিলেন-

ক) পর্তুগীজ

খ) ফরাসি

গ) ওলন্দাজ

ঘ) ব্রিটিশ

উত্তরঃ ক

কোন উইরোপীয় ভারতে আসার জলপথ আবিস্কার করেন?

ক) ফার্ডিন্যান্ড ম্যাগলান

খ) ফ্রান্সিস ড্রেক

গ) ভাস্কো-দা-গামা

ঘ) ক্রিস্টেফার কলম্বাস

উত্তরঃ গ

ওলন্দাজরা কোন দেশের নাগরিক?

ক) হল্যান্ড

খ) ফ্রান্স

গ) পর্তুগাল

ঘ) ডেনমার্ক

উত্তরঃ ক

উইরোপের কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?

ক) নেদারল্যান্ড

খ) ডেনমার্ক

গ) পতুগাল

ঘ) স্পেন

উত্তরঃ ক

হার্মাদ শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক) স্পেনীয়

খ) পতুগীজ

গ) বার্মিজ

ঘ) আরাকানী

উত্তরঃ খ

ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ?

ক) ১৬০৮ সালে

খ) ১৭৫৭ সালে

গ) ১৬০০ সালে

ঘ) ১৬৫২ সালে

উত্তরঃ গ

সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত-

ক) ক্যাপ্টেন হাকিন্স

খ) এডওয়ার্ডিস

গ) স্যার টমাস রো

ঘ) উইলিয়াম কেরি

উত্তরঃ ক

কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন?

ক) আকবর

খ) শাহবাজ খান

গ) মুর্শিদকুলি খান

ঘ) জাহাঙ্গীর

উত্তরঃ ঘ

ইংরেজ বণিকগণ সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থপন করেন

ক) আকবরের আমলে

খ) জাহাঙ্গীরের আমলে

গ) শাহজাহানের আমলে

ঘ) আলমগীরের আমলে

উত্তরঃ গ

ছয়-দফা আন্দোলন MCQ

কলকাতা নগরীর প্রতিষ্টাতা কে?

ক) ক্লাইভ

খ) ডালহৌসি

গ) ওয়েলেসলী

ঘ) জব চার্ণক

উত্তরঃ ঘ

কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে?

ক) ইংলেন্ড

খ) ফ্রান্স

গ) হল্যান্ড

ঘ) ডেনমার্ক

উত্তরঃ ক

ফোট উইলিয়াম দূর্গ কোথায় অবস্থিত ছিল?

ক) ঢাকা

খ) মুর্শিদাবাদ

গ) কলকাতা

ঘ) আগ্রা

উত্তরঃ গ

Leave a Comment