মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি?
উত্তরঃ ভাষা।
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ধ্বনিসমষ্টিকে বলে?
উত্তরঃ ভাষা।
ভাষার মূল উপাদান ?
উত্তরঃ ধ্বনি।
বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে?
উত্তরঃ সাড়ে তিন হাজারের উপরে।
ড়. মুহাম্মদ শহীদুলাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
উত্তরঃ গৌড়ী প্রাকৃত থেকে।
বাংলা ভাষার বয়স কত?
উত্তরঃ ১০০০ বছর।
বাংলা ভাষার জন্ম?
উত্তরঃ বঙ্গকামরুপী ভাষা থেকে।
বাংলা ভাষার বিশেষভাবে প্রভাবিত হয়?
উত্তরঃ দ্রাবিড় ও কোল অর্নাযভাষা দ্বারা।
বাংলা ভাষা আদি উৎস ?
উত্তরঃ ইন্দো ইউরোপীয় ,শতম শাখা।
ইন্দো ইউরোপীয় ভাষাবংশের শাখা কতটি ও কিকি?
উত্তরঃ দুইটি । কেস্তুম ও শতম।
বাংলার আদি অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল ?
উত্তরঃ অস্ট্রিক।
তৎসম শব্দ বেশি থাকে?
উত্তরঃ সাধু ভাষায়।
সর্বপ্রথম সাধু ভাষা ব্যবহার করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
প্রাকৃত শব্দটির অর্থ?
উত্তরঃ স্বাভাবিক।
মিথিলা ও বাংলার মিশ্র ভাষাই বলে?
উত্তরঃ ব্রজবুলি ভাষা।
সহোদর ভাষাগোষ্ঠী বলা হয় কাকে?
উত্তরঃ বাংলা ও অসমিয়াকে।
বাংলা লিপির অক্ষর স্থায়ী রুপ পায় ?
উত্তরঃ পনেরো শতকে।
বাংলা লিপি প্রসার ঘটে কখন?
উত্তরঃ পাল শাসনামলে।
বাংলা লিপির উৎস কোথায়?
উত্তরঃ ব্রাহ্মী লিপি হতে।
বাংলা বর্ণমালা সাহায্যে সৃষ্ট শব্দ সংখ্যা কত?
উত্তরঃ প্রায় সোয়া লক্ষ।
বাংলা লিপি অক্ষর মুদ্রণ উপযোগী করে তোলেন কে?
উত্তরঃ চার্লস উইলকিন্স ও পঙ্চনন কর্মকার।
বাংলা লিপি এসছে কোথায় হতে ?
উত্তরঃ ব্রাহ্মী লিপির কুটিল রুপ হতে।
ব্রাহ্মী লিপির রুপ কতটি?
উত্তরঃ ৩ টি। সারদা,নাগর ও কুটিল।
অভিধান শব্দের অর্থ কি?
উত্তরঃ শব্দার্থ।
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
উত্তরঃ কৃপার শাএর অর্থভেদ।
কোনটি মুহাম্মদ এনামুল হকের রচনা?
উত্তরঃ মনীষা-মন্জুষা।
’বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
উত্তরঃ মুহম্মদ শহীদুলাহ।
’বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক কে?
উত্তরঃ আহমেদ শরীফ।
ড. মুহম্মাদ শহীদুলাহ ছিলেন প্রধানত কি?
উত্তরঃ ভাষাতত্তবিদ।
’ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
উত্তরঃ সুনীতিকুমার চট্রোপাধ্যায়।
বাংলা ভাষার জন্ম কোন ভাষা হতে?
উত্তরঃ প্রাকৃত ।
ভাষার মৌলিক অংশ কয়টি ?
উত্তরঃ চারটি।
ভাষার মূল উপকরণ কী?
উত্তরঃ বাক্য।
ভারতবর্ষে মুসলিম শাসনমলে রাজভাষা ছিল?
উত্তরঃ ফারসি।
ইউনেস্কো কত সালে ২১শে ফেব্রয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৯৯৯ সালে।
বাংলা ভাষা কোন ভাষাগোষ্টীর সদস্য?
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
বাংলা ভাষা চলিত রীতি প্রবর্তনে উলেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তরঃ চালর্স উইলকিন্স।
ভাষার মৌলিক রীতি কোনটি?
উত্তরঃ লেখার রীতি।
বাংলা ভাষার পূর্ববর্তী ¯তরের নাম কি?
উত্তরঃ প্রাকৃত।
নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
উত্তরঃ ভূতত্ত।
বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?
উত্তরঃ ৫ মাস।
ভাষার কোন রীতি কেবলমাএ লেখ্যরুপে ব্যবহারত হয়?
উত্তরঃ সাধু রীতি।
’বাংলাদেশের ইতিহাস’ গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ রমেশচন্দ্র মজুমদার ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে?
উত্তরঃ ১৮৮ টি দেশে।
যে ইংরেজ ব্যক্তির কাছে বাংলা ভাষা চির ঋণী হয়ে আছে ?
উত্তরঃ উইলিয়াম ক্যারি।
শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য ?
উত্তরঃ প্রথম বাংলায় মুদ্রণ।
’অমরকোষ’ কি ধারনের গ্রন্থ?
উত্তরঃ অভিধান।
’চলিষু অভিধান’ বলা হয় কাকে?
উত্তরঃ মুহম্মদ শহীদুলাহ।
’কেওয়াট ’ এর আভিধানিক অর্থ কোনটি?
উত্তরঃ দরজা বা কপাট।
বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
উত্তরঃ জিলুর রহমান সিদ্দিকী।
ভাষার কোন রীতি কৃএিমতারর্জিত ?
উত্তরঃ কথ্য রীতি।
মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি?
উত্তরঃ ভাষা।
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন ।
সর্ব¯তরে বাংলা ভাষা চালু করার জন্য ’বাংলা ভাষা প্রচলন আইন’ জারি হয় ?
উত্তরঃ ১৯৮৭ সালে।
বাংলা ভাষা মৌলিক রুপ কয়টি?
উত্তরঃ ৪টি।
ভাষার একক হলো ?
উত্তরঃ ধ্বনি।
কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে?
উত্তরঃ বঙ্গকামরুপী।
ব্যাকরণ হচ্ছে ভাষার কি?
উত্তরঃ সংবিধান।