মুক্তিযুদ্ধ নিয়ে চাকরি পরীক্ষা প্রশ্ন সকল আলোচনা।
০১. কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্বাব হয়নি?
উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
০২. কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
০৩. প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাএ সভায় ।
০৪. বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
উত্তর : আ স ম আব্দুর রব।
০৫. কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়।
উত্তর : পল্টন ময়দানে।
০৬. কবে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়।
উত্তর : ৩ মার্চ ১৯৭১।
০৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে , কোথায় স্থাপন করা হয়?
উত্তর : চট্রগ্রামের কালুরঘাটে ,২৬ মার্চ ১৯৭১।
০৮. প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
উত্তর : ২ মার্চ ১৯৭১।
০৯. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা।
উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
১০. শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন?
উত্তর : ৮ জানুয়ারী ১৯৭২।
১১. ”এ দেশের মাটি চাই ,মানুষ নয়” এ উক্তি কার ?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান।
১২. বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়।
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।
১৩. বাংলাদেশকে প্রজাতাত্র্কি ঘোষনা করা হয়েছিল কবে?
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
১৪. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহন করেন।
উত্তর : ১৭ এপ্রিল ১৯৭১।
১৫. বাংলাদেশের অস্থায়ী সরকার সদস্য সংখ্যা কত ছিল।
উত্তর : ৬ জন।
১৬. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।
১৭. মুজিবনগরের পুরাতন নাম কি?
উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
১৮. বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন কে?
উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
১৯. মুজিবনগর সরকারের অর্থমত্রীর কে ছিলেন?
উত্তর : এম মনসুর আলী।
২০. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর কে ছিলেন?
উত্তর : তাজউদ্দিন আহম্মেদ ।
২১. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন।
উত্তর : শেখ মুজিবর রহমান।
২২. মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।
২৩. মুজিবনগর নতুন সরকার গঠনের ঘোষনাপএ পাঠ করেন?
উত্তর : অধ্যাপক ইউসুফ আলী।
২৪. জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১।
২৫. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর : ক্যাপ্টেন এ কে খন্দকার ।
২৬. সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তর : ব্রিটিশ সাংবাদিক।
২৭. কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।
২৮. মুক্তিযুদ্ধেও সময় কোন বিদাশী মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
উত্তর : ১৮ এপ্রিল কলকাতা।
২৯. এম ভি সোয়াত চট্রগ্রামে পৌছেছিল?
উত্তর : ৩ মার্চ।
৩০. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকি¯তানী জাহাজ ধংস করে?
উত্তর : ৬০টি।
৩১. মুক্তিযুদ্ধের সমায় বহির্বিশে^ জনমত তৈরিতে কার নাম জড়িত?
উত্তর : বিচারপতি আবু সাইদ চৌধুরী।
৩২. কে ভারত হতে আত্তসমর্পন দলিল নিয়ে আসেন?
উত্তর : মেজর জেনারেল জ্যাকব।
৩৩. কোন দেশের একটি সড়কের নামকরন করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট
উত্তর : আইভরি কোস্ট
৩৪. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়ের্ছিল।
উত্তর : ৩ টি।
৩৫. আত্মসমর্পনের পর পাকিস্তানীদের যুদ্ধরন্দি হিসাবে কোথায় নিয়ে যাওয়া হয়েছিলো।
উত্তর : ঢাকা সেননিবাসে।
৩৬. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো।
উত্তর : যুক্তরাজ্য
৩৭. মুক্তিযুদ্ধের সময় প্রথম শএুমুক্ত জেলা কোনটি?
উত্তর : যশোর
৩৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল
উত্তর : জয় বাংলা।
৩৯. যৌথবাহিনী গঠিত হয় কখন?
উত্তর : ২১ নভেম্বার ১৯৭১।
৪০. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
উত্তর : প্রায় ৩০ লাখ লোক।
৪১. মুক্তিযুদ্ধে বাংলাদেশ কে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ১১ টি।
৪২. পাকি¯তান ভারতের বিমানঘাটিতে বিমান হামলা চালায় কখন?
উত্তর : ৩রা নভেম্বার ১৯৭১ ।
৪৩ .মুক্তিযুদ্ধের যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তর : ঢাকা সেগুনবাগিচা।
৪৪. রাজাকার বাহিনি গঠন করেন কে?
উত্তর : মওলানা এ কে এম ইউসুফ ।
৪৫. ৭ই মার্চ রেসকোস ময়দানে লোকসংখ্যা কত ছিলো।
উত্তর : প্রায় দশ লক্স
৪৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমায় ঢাকা কোন সেক্টরের অধিনে ছিলো?
উত্তর : ২ নং সেক্টরে।
৪৭. মুক্তিযুদ্ধের সমায় যৌথবাহিনীর কমান্ডার কে ছিলেন।
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
৪৮. বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধা কে ছিলেন?
উত্তর : শহীদুল ইসলাম বীর প্রতীক।
৪৯. দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি?
উত্তর : ক্যাপ্টেন সেতার বেগম ও তারামন বিবি।
৫০. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকি¯তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
উত্তর : অপারেশন সার্চ লাইট।
৫১. কোন সেক্টরের কোন নিয়মিন বাহিনী ছিলো না?
উত্তর : ১০ নং সেক্টরের।
৫২. স্বাধীনতার যুদ্ধে কত জন বীরশ্রেষ্ট উপাধি লাভ করেন?
উত্তর : ৭ জন।
৫৩. স্বাধীনতার যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
উত্তর : ৬৯ জন।
৫৪. স্বাধীনতার যুদ্ধে কত জন বীরপ্রতিক খেতাব লাভ করেন?
উত্তর : ৪২৬ জন ।
৫৫. স্বাধীনতার যুদ্ধে কত জন বীরবিক্রম খেতাব লাভ করেন?
উত্তর : ১৭৫ জন।
৫৬. জেনারেল নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করেন?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট।
৫৭. আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে নেতৃত্ব প্রদান করেন?
উত্তর : বিমান বাহিনীর প্রধান কমান্ডার এ কে খন্দকার ।