মাইকেল মধুসূদন দত্ত

মাইকেল মধুসূদন দত্ত হতে বিগত চাকরি পরীক্ষায় আসা সকল প্রশ্ন ও উত্তর।

মাইকেল মধুসূদন দত্ত কোথয় জন্মগ্রহন করেন?
উত্তরঃ যশোর জেলা সাগরদাড়ি গ্রামে।
সাগরদাড়ি গ্রাম অবস্থিত কোথায়?
উত্তরঃ কপোতাক্ষ নদীর তীরে।
কোনটি মাইকেল মধুসূদন দত্তর পত্রকাব্য?
উত্তরঃ বীরাঙ্গনা।
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কি?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।
মাইকেল মধুসূদন দত্ত রচিত ’বীরঙ্গনা’ কি?
উত্তরঃ পত্রকাব্য।
আধুনিক বাংলা সাহিত্য প্রথম বিদ্রোহী কবি কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য কোনটি?
উত্তরঃ মেঘনাদ বধ।
মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
উত্তরঃ শর্মিষ্ঠ।
মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি?
উত্তরঃ ক্যাপটিভ লেডী।
মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?
উত্তরঃ সনেট এর প্রবর্তন।
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটে কিসে?
উত্তরঃ সনেটে।
কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচনা ?
উত্তরঃ মায়াকানন।
বাংলা সাহিত্যের আধনিকতার জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
দত্তকুলোদ্ভব কবি কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত বাড়ি যশোর জেলা কোন উপজেলা ?
উত্তরঃ কেশবপুর।
মাইকেল মধুসূদন দত্ত জন্ম সাল কত?
উত্তরঃ ১৮২৪ সালে।
মাইকেল মধুসূদন দত্ত জীবনকাল কোনটি?
উত্তরঃ ১৮২৪-১৮৭৩।
মাইকেল মধুসূদন দত্ত মৃত্যু হয় কোথায়?
উত্তরঃ আলিপুর হাসপাতালে।
অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কারক কে ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্য নাম কি?
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
মাইকেল মধুসূদন দত্ত নাটকের নাম কি?
উত্তরঃ শর্মিষ্ঠ, পদ্মাবতী,হেক্টর বধ, মায়াকানন।
মাইকেল মধুসূদন দত্ত প্রহসন নাম কি?
উত্তরঃ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বশেষ বিয়োগান্ত নাটক নাম কি?
উত্তরঃ মায়াকানন।
সনেট কতটি অংশে বিভক্ত?
উত্তরঃ ২ টি। অষ্টক ও ষট্ক।

Leave a Comment