মানিক বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ সাওতাল পরগনার দুমকা গ্রামে।
’দিবারাত্রির কাব্য’ কার রচনা?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শামসুর রহমান
গ) মহাদেব সাহা
ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ক।
মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কি?
ক) মাঝি মাল্লার সংগ্রামশীল জীবন।
খ) জেলে- জীবনের বিচিত্র সুখ-দুঃখ্
গ) চাষী- জীবনের করুণ চিত্র।
ঘ) চরবাসীদের দুঃখ- জীবন।
উত্তরঃ খ।
’পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি কার রচনা?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শামসুর রহমান
গ) মহাদেব সাহা
ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ক।
মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত?
ক) রোমান্টিসিজম
খ) ক্লাসিসিজম
গ) মার্কসিজম
ঘ) পোস্ট মডার্নিজম।
উত্তরঃ গ।
’ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্তটি কার রচনা?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শামসুর রহমান
গ) মহাদেব সাহা
ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ক।
’আন্মহত্যার অধিকার’ কার লেখা ?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শামসুর রহমান
গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ক।
’পদ্মানদীর মাঝি’ কার রচনা?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শামসুর রহমান
গ) মহাদেব সাহা
ঘ) বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ ক।
পদ্মানদীর মাঝি’ চলচ্চিত্র নির্মতা কে?
উত্তরঃ গৌতম ঘোষ।
মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রকাশিত গল্প কি?
উত্তরঃ আতসী মামা।(বিচিএ পত্রিকায় প্রকাশিত হয়)
পদ্মানদীর মাঝি ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় কিসে?
উত্তরঃ পূর্বাশা পত্রিকা।
মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত প্রথম প্রকাশিত উপন্যাস কি?
উত্তরঃ জননী।