মুনীর চৌধুরী
মুনীর চৌধুরী নাটকঃ রক্তাক্ত প্রান্তর , টিঠি, কবর, দন্ডকারণ্য, পলাশী ব্যারাক,
অনুবাদঃ কেউ কিছু বলতে পাবে না, রুপার কৌটা ও মুখরা রমণী বশীকরণ।
মুনীর চৌধুরী কোথায় জন্মগ্রহন করেন
উত্তরঃ মানিকগঞ্জ।
মুনীর চৌধুরী কত সালে জন্মগ্রহন করেন?
উত্তরঃ ২৭ নভেম্বর, ১৯২৫।
তার প্রথম প্রকাশিত নাটক কি?
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ।
১৯৫২ সালে ২১ শে ফেব্রয়ারি পটভুমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে?
ক) কবির চৌধুরী
খ) মুনীর চৌধুরী
গ) সৈয়দ শামসুল হক
ঘ) মুনতাসীর মামুন।
উত্তরঃ খ।
কোনটি মুনীর চৌধুরী অনূদিত নাটক?
ক) রুপার কৌটা
খ) রুপান্তর।
গ) বাগদাদের কবি।
ঘ) মাইল পোষ্ট।
উত্তরঃ ক।
মুনীর চৌধুরী রচিত ’মুখরা রমনী বশীকরণ’ একটি?
ক) অনুবাদ গল্প
খ) অনুবাদ উপন্যাস
গ) অনুবাদ প্রবন্ধ
ঘ) অনুবাদ নাটক। ’
উত্তরঃ ঘ।
বাংলা টাইপ নির্মাণ করেন-
ক) মুনীর চৌধুরী
খ) হুমায়ূন আজাদ
গ) মোস্তফা জব্বার
ঘ) মুহম্মাদ আবদুল হাই
উত্তরঃ ক।
কোন সাহিত্যিক ১৯৭১ সালে ১৪ ডিসম্বার শহীদ বু্িদ্ধজীবী ?
ক) জহির রায়হান
খ) নিজাম উদ্দীন
গ) অধ্যাপক গিয়াস উদ্দীন
ঘ) মুনীর চৌধুরী।
উত্তরঃ ঘ।
’কবর’ নাটকের রচয়িতা কে?
ক) জহির রায়হান
খ) নিজাম উদ্দীন
গ) অধ্যাপক গিয়াস উদ্দীন
ঘ) মুনীর চৌধুরী।
উত্তরঃ ঘ।