শওকত ওসমান

শওকত ওসমান
শওকত ওসমানঃ জন্মগ্রহন করেন ২ জানুয়ারি ১৯১৭ , হুগলী পশ্চিমবঙ্গ।
শওকত ওসমানের প্রকৃত নাম – শেখ আজিজুর রহমান।
উপন্যাসঃ জননী , ক্রতদাসের হাসি, চৌরস›িধ, সমাগম. জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য।
নাটকঃ আমলার মামলা, তস্কর ও লস্কর , কাকরমণি।
কোনটি শওকত ওসমান এর রচনা নয়?
ক) চৌরসন্ধি।
খ) ক্রীতদাসের হাসি
গ) ভেজাল
ঘ) বনি আদম
উত্তরঃ গ
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
ক) চৌরসন্ধি।
খ) ক্রীতদাসের হাসি
গ) জননী
ঘ) বনি আদম
উত্তরঃ খ।
’ ক্রীতদাসের হাসি ’ কার রচনা ?
ক) মনীর চৌধুরী
খ) শওকত ওসমান
গ) রাবেয়া খাতুন
ঘ) সেলিনা হোসেন
উত্তরঃ খ।
শওকত ওসমান এর আসল নাম কি?
ক) শেখ আজিজুর রহমান
খ) আজিজুর রহমান
গ) শেখ হাবিবর রহমান
ঘ) আজিজুল হাকিম।
উত্তরঃ ক।
শওকত ওসমানের রচনা কোনটি?
ক) পিঙ্গল আকাশ
খ) আমলার মামলা
গ) জন অরণ্য
ঘ) উত্তরাধিকার।
উত্তরঃ খ।
কোনটি শওকত ওসমান রচিত ?
ক) চৌচির
খ) সত্য-মিথ্যা
গ) পদ্মা-মেঘনা-যমুনা।
ঘ) ক্রীতদাসের হাসি।
উত্তরঃ ঘ।
’জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসটির লেখক?
ক) আবু রুশদ।
খ) শওকত ওসমান
গ) আহসান হাবিব
ঘ) আবুল ফজল।
উত্তরঃ খ।

Leave a Comment