শতকরা

৯ টাকার শতকরা ৭ অপেক্ষা ১১ টাকার শতকরা ৬ কত বেশি?
ক) ০.০০৩
খ) ০.০৩
গ) ০.৩০
ঘ) ৩.০০
উত্তরঃ খ।
৯০ কোন সংখ্যার ৭৫%?
ক) ১২০
খ) ১২৫
গ) ১৫০
ঘ) ২৭৫
উত্তরঃ ক।
২৯ সংখ্যাটি কোন সংখ্যার ১০%?
ক) ৮৭
খ) ২৭০
গ) ২৬৯
ঘ) ২৯০
উত্তরঃ ঘ।
কোন সংখ্যার ৩০% এর ১৫% এর মান ১৮। সংখ্যাটি কত?
ক) ৯
খ) ৩৬
গ) ৪০
ঘ) ৪০০
উত্তরঃ ঘ।
৫% ভ্যাটে ৪০৮০ টাকার বিলে ভ্যাটের পরিমান কত টাকা?
ক) ৫
খ) ৯৫
গ) ২০৪
ঘ) ৪০৮
উত্তরঃ গ।
রফিক কেয়াকে তার মোট টাকার ৩০% দিয়ে দেখে যে তার নিকট আরও ৩৫০ টাকা আছে। সে কেয়াকে কত টাকা দিল?
ক) ৩৫
খ) ২০
গ) ২৮
ঘ) ১২
উত্তরঃ গ।
একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়। সংখ্যাটি কত ?
ক) ১২০
খ) ১০০০
গ) ৭২০
ঘ) ৮০০
উত্তরঃ ঘ।
নিচের কোনটি ৪৮ঃ৬০ এর শতকরা প্রকাশ ?
ক) ৪৮%
খ) ৬০%
গ) ২০%
ঘ) ৮০%
উত্তরঃ ঘ।
ধানে চাল ও তুষের অনুপাত ৭ঃ৩ হলে এতে কি পরিমান চাল আছে?
ক) ৫০%
খ) ৬০%
গ) ৭০%
ঘ) ৮০%
উত্তরঃ গ।
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%।সংখ্যা দুটির অনুপাত কত?
ক) ৯ঃ২
খ) ৪৫ঃ১
গ) ৯ঃ১
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ ক।
৬৪ কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমান ২৫%। কত কেজি বালি অতিরিক্ত মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমান ৪০% হবে?
ক) ৫৮
খ) ৫৫
গ) ৫৬
ঘ) ৭৫
উত্তরঃ গ।
একটি মাছ ২৫% লাভে বিক্রয় করা হলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূলের অনুপাত নির্ণেয় করুন।
ক) ৫ঃ৬
খ) ৪ঃ৬
গ) ৪ঃ৫
ঘ) ৪ঃ৩
উত্তরঃ গ।
৪% লবণ রয়েছে এমন ৬ লিটার সুদ্রজল থেকে ১ লিটার পানি বাষ্পীভুত করলে তার লবণাক্ত কত শতাংশ হবে?
ক) ৪
খ) ৩.৬
গ) ৪.৮
ঘ) ৫.২
উত্তরঃ গ।
একটি স্কুলে মোট ৫৪০ জন ছাত্র মধ্যে কোন এক বুধবার ১৭ জন অনুপস্থিত ছিল । ঔ দিন শতকরা ছাত্র উপস্থিত ছিল।
ক) ৯৫%
খ) ৫%
গ) ৫০%
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ ঘ।
একজন কর্মকতার মাসিক মূল বেতন ৪০০০০টাকা। তিনি প্রতিমাসের মূল বেতনের ৪৫% হারে বাড়ি ভাড়া ভাতা ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ১০০০ টাকা আপ্যায়ন ভাতা এবং ৭০০ টাকা মোবাইল ভাতা পান। ভাতাসহ তার এক মাসের সর্বমোট বেতন কত?
ক) ৬৫,০০০
খ) ৬১,২০০
গ) ৬৬,৩৫০
ঘ) ৭০,০০০
উত্তরঃ খ।
করিম সাহেবের মূল বেতন ৫,৫০০ টাকা। তিনি মূল বেতনের ৬০% হারে বাড়ী ভাড়া ভাতা পান। এছাড়া চিকিৎসা ভাতা ৭০০ টাকা ,যাতাযাত ভাতা ১৫০ টাকা এবং টিফিন ভাতা ১৫০ টাকা পান।তিনি মাসে মোট কত টাকা বেতন পান?
ক) ৯৮০০
খ) ৯০০০
গ) ৮৫০০
ঘ) ১০০০০
উত্তরঃ ক।
একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূলের উপর ২০% লাভ হলো । চেয়ারটির ক্রয়মূল্য কত?
ক) ১৫০
খ) ১২০
গ) ১৬০
ঘ) ১০০
উত্তরঃ ক।
৩৫০ টাকা হরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হরে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
ক) ১৪
খ) ৪২
গ) ১২
ঘ) ১০৫
উত্তরঃ খ।
একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয়মূলের উপর ১২% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয়মূল্য ১৯৪০০ টাকা, তার জন্য কত টাকা কর দিতে হবে?
ক) ১৬৭৫
খ) ২৩২৮
গ) ২৭০০
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ খ।
চা পাতার উপর কর ১০% কমালে ২৫০০ টাকার পূর্বাপেক্ষা ৫০ কেজি চা পাতা কর বেশি দেয়া যায়। চা পাতার কর কত টাকা কমেছে।
ক) ১৮৫
খ) ২৫০
গ) ১০০
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ খ।
যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য ঃ বর্তমান মূল্য =৫ঃ৩ হয় তবে পূর্ব মুল্যের তুলনায় মোবাইল ফোনের মূল্য হ্রাস পেয়েছে।
ক) ৩০%
খ) ৪০%
গ) ৪৫%
ঘ) ৩৫%
উত্তরঃ খ।
কোন পণ্যের পূর্বমূল্য ঃ বর্তমান মূল্য =৫ঃ৭, শতকরা মূল্য বৃদ্ধির পরিমান কত?
ক) ৪০%
খ) ২০%
গ) ৫০%
ঘ) ১০০%
উত্তরঃ ক।
সাগরের পানিতে লবণের পরিমান ৪.৫% ।৫০ কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে?
ক) ১১২.২২ কেজি
খ) ১২.১২ কেজি
গ) ১১.১১ কেজি
ঘ) ১১১১.১১ কেজি
উত্তরঃ ঘ।
কোনো বছর একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোক সংখ্যা ৩৩৬০ হলে , বছরের শুরুকে লোকসংখ্যা কত ছিল?
ক) ২৮০০
খ) ২৯০০
গ) ৩০০০
ঘ) ৩০৫০
উত্তরঃ গ।
একটি মহলার জনসংখ্যা বৃদ্ধির হার ৫%। মহলার বর্তমান জনসংখ্যা ২২০৫ জন হলে এক বছর আগে জনসংখ্যা কত ছিল?
ক) ২১৫০
খ) ২১০০
গ) ২০০০
ঘ) ২০৫০
উত্তরঃ খ।

Leave a Comment