সময় ও কাজ

সময় ও কাজ হতে আসা সাম্প্রতিক সকল চাকরি প্রশ্ন।

রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে।তারা একএে কত দিন কাজটি শেষ করতে পারবে?
ক) ৮
খ) ৫
গ) ৬
ঘ) ৭
উত্তরঃ গ।
১৫ জন লোক একটি কাজ ৪২ দিনে করতে পারে। ঐ কাজটি ১৮ দিনে শেষ করতে কত জন লোক লাগবে?
ক) ৩০
খ) ৩২
গ) ৩৩
ঘ) ৩৫
উত্তরঃ ঘ।
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ্ঐ কাজ কত সময়ে শেষ করবে?
ক) ৫ ঘন্টা
খ) ৭.৫ ঘন্টা
গ) ৯ ঘন্টা
ঘ) ৪ ঘন্ট।
উত্তরঃ গ।
৪ জন পুরুষ বা ৬ জন লোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ৪ জন পুরুষ ও ৬ জন লোক একএে কাজটি কতদিন শেষ করতে পারবে?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ ক।
৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে?
ক) ২৪
খ) ২৬
গ) ২৮
ঘ) ৩০
উত্তরঃ ক।
১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লোক ঔ কাজ ১ দিনে করতে পারবে?
ক) ১৫০
খ) ২০০
গ) ৪৫০
ঘ) ৩০০
উত্তরঃ ঘ।
যে কাজটি ৭০ জন শ্রমিক ৩০ দিনে করতে পারে সে কাজটি ১২ দিনে সম্পন্ন করতে হলে প্রতিদিন কত জন শ্রমিককের প্রয়োজন হবে।

ক) ১৫৫
খ) ১৭৫
গ) ১৯৫
ঘ) ২১৫
উত্তরঃ খ।
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ হবে?
ক) ২৪
খ) ২৬
গ) ২৮
ঘ) ৩০
উত্তরঃ গ।
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে।কাজটি তিন দিনে হলে কতজন লোক প্রয়োজন হবে?
ক) ৩২
খ) ৩৬
গ) ৩৮
ঘ) ৪২
উত্তরঃ ক।
আরিফ একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে এবং অপু একই কাজ ১৫ দিনে শেষ করতে পারে। তারা যদি একসাথে কাজ করে তবে ঔ কাজ কত দিনে শেষ করতে পারবে?
ক) ৫
খ) ৬
গ) ৮
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ খ।
যদি ৪ জন লোক একটি কাজ ৪৮ দিনে করতে পারে, তবে ৩ জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারে?
ক) ৭৬
খ) ৭২
গ) ৭০
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ ঘ।

৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পূর্ণ করে, সমান দক্ষতায় ২০ জন শ্রমিক সে কাজ কত দিনে শেষ করবে?

ক) ১৫ দিন

খ) ২০ দিন

গ) ২৫ দিন

ঘ) ৩০ দিন

উত্তরঃ ঘ।

ক যে কাজ ১২ দিনে করে খ সে কাজ ১৮ দিনে করে । ক কাজটির ২/৩ অংশ করার পর ক বাকি অংশ একা সম্পন্ন করল কাজটি মোট কত দিনে শেষ হল ।

ক) ১৬ দিন

খ) ১৩ দিন

গ) ১৫ দিন

ঘ) ১৪ দিন

উত্তরঃ ঘ।

৩০ জন শ্রমিক কোন কাজ ২৪ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরুর ১২ দিন পর ১৫ জন শ্রমিক চলে গেল বাকি শ্রমিক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে।

ক) ১৫ দিন

খ) ২৪ দিন

গ) ৩২ দিন

ঘ) ৩৬ দিন

উত্তরঃ খ।

ক খ গ একটি কাজ যথাক্রমে ২০ ,২৪ ও ৩০ দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একত্রে ৬ দিনে কাজ করার পর খ ও গ চলে গেল বাকি কাজ ক একা, আর কত দিনে সম্পূর্ণ করতে পারবে।

ক) ২ দিন

খ) ৩ দিন

গ) ৪ দিন

ঘ) ৫ দিন

উত্তরঃঘ।

ক ও খ একটি কাজ যথাক্রমে ৪৫ ও ৪০ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যায় বাকি কাজ খ ২৩ দিনে শেষ করে । কতদিন পর ক অন্যত্রে চলে যায়

ক) ৯ দিন

খ) ১০ দিন

গ) ৫ দিন

ঘ) ৭ দিন

উত্তরঃ ক।

একটি কাজ মনির করতে পারে ৬ দিনে এবং জহির করতে পারে ১২ দিনে তারা কাজটি একএ শুরু করে এবং কয়েকদিন পর কাজটি কো অসমাপ্ত রেখে মনির চলে যায়। বাকি কাজ জহির ৩ দিনে শেষ করে। মোট কত দিনে কাজটির সম্পন্ন হল।

ক) ৯ দিন

খ) ৬ দিন

গ) ৮ দিন

ঘ) ৭ দিন

উত্তরঃ খ।

ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজ ১৫ দিনে করতে পারে। ক ও খ একত্রে পাঁচ দিনে কাজ করার পর খ চলে যায় । বাকি কাজ ক একা কত দিনে করতে পারবে?

ক) ১ এর ২/৩  দিন

খ) ৬ দিন

গ) ৮ দিন

ঘ) ৭ দিন

উত্তরঃ ক।

যদি কোন একটি কাজ আলাদা ভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি কত মিনিটে সম্পন্ন করতে পারবে?

ক) ১৫

খ) ১৮

গ) ২১

ঘ) কোনটিও নয়

উত্তরঃ খ।

মিতা একটি গাছ ১৫ মিনিটে করতে পারে । তার ছোট ভাই ওই কাজটি করতে সময় লাগে দ্বিগুণ । দুজন মিলে কাজটি করলে কত মিনিটে কাজটি শেষ করতে পারবে?

ক) ৯

খ) ১০

গ) ৮

ঘ) ৭

উত্তরঃ খ।

Leave a Comment