সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ?
উত্তরঃ রামমোহন রায়।
বাংলা গদ্যের প্রথম যুগে প্রচলন ছিল কি?
উত্তরঃ সাধুরীতির।
সাধু ভাষার প্রচলন স্তমিত হয় কখন?
উত্তরঃ বিংশ শতাব্দীতে।
সাধু ভাষার বৈশিষ্ট্য কি ছিলো?
উত্তরঃ এটি তৎসম শব্দবহুল এবং সর্বনাম ও ক্রিয়া পদ বিশেষ গঠন মেনে চলে।
বাংলা ভাষার যে রীতি সুনিধারিত ব্যাকরণের অনুসারী হয়?
উত্তরঃ সাধুরীতি।
লৈখিক ভাষার রুপ কতটি?
উত্তরঃ ২ টি।
সাধু ও চলিত ভাষার পার্থক্য কি?
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহার ।
বাংলা সাহিত্যে চলিত রীতির রুপকার ,শ্রেষ্টা,ও প্রথম ব্যবহারকারী কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
বর্তমান সর্বজনস্বীকৃত ভাষা কি?
উত্তরঃ চলিত ভাষা ।
চলিত ভাষার রীতি কি?
উত্তরঃ পরিবর্তনশীল।
চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
’তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
উত্তরঃ সাধুরীতি।
সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
উত্তরঃ নাটকের সংলাপে।
ক্রিয়া ,সর্বনাম ও অনুসর্গের পূর্ণরুপ ব্যবহার হয় কি?
উত্তরঃ সাধু ভাষারীতি।
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
উত্তরঃ চলিত রীতি।
জুতো শব্দটি কোন ভাষারীতির ?
উত্তরঃ চলিত।
সাধুভাষার বৈশিষ্ট কি?
উত্তরঃ গুরুগম্বীর ।
’সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
উত্তরঃ সংস্কৃত।
সাধুরীতি শব্দ কোনটি ?
উত্তরঃ গ্রহ।
ভাষা কি ?
উত্তরঃ ভাবের উচ্চারণ।
ভাষার রুপ কয়টি ?
উত্তরঃ ২টি।
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী ?
উত্তরঃ নাটকের সংলাপে।
’কেলিনু’ শব্দটি শিষ্ট চলিত রুপ কি?
উত্তরঃ খেললাম।
বাংলা ভাষা কোন রীতি সনিধারিত ব্যাকরণ অনুসারী ?
উত্তরঃ সাধু রীতি।