সম্প্রতিক চাকুরি পরীক্ষা সমার্থক শব্দ

somartok sobdo

’জল’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সলিল।

’অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ পাবক।

’বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ বিটপী।

’অদিতি’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ক্ষিতি।

’অনীক’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সৈনিক।

’উপরোধ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ অনুরোধ।

’বামেতর’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ডান।

’অপলাপ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ অস্বীকার ।

’বিরাগী’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ উদাসীন।

’সূর্য’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ আদিত্য।

’শিষ্টাচার’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সদাচার।

’পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ বসুধা।

’উপক্রম’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সূত্রপাত।

’গুবাক’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সুপারীপাছ।

’ইত্তেফাক’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সম্প্রীতি।

’খেচর’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ আকাশচারী।

’যবন’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ মুসলিম।

’অভিলাষ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ইচ্ছা।

’পাথার’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সমুদ্র।

’তাম্বুল’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ পান।

’রাজা’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ অম্বুপতি।

’বিজিত’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ পরাজিত।

’বায়ু’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সমীরণ।

’সূর্যের’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সবিতা।

’পানি’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ জল।

’বিরাগী’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ উদাসীন।

’আকাশ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ গগন।

’কূজন’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ পাখির ডাক।

’আগুন’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ অনল।

’হাতি’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ গজ।

’মাতঙ্গ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ হাতি।

’জলাশয়’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সরোবর।

’অর্ঘ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ পূজার উপকরণ।

’আফতাব’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ অর্ক।

’কবুর’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ রাক্ষস।

’পন্চম স্বর’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ কোকিলের সুরলহরী।

’আশীবিষ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ভুজঙ্গ।

’শশাঙ্ক’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ চাঁদ।

’পুষ্প’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ফুল, কুসুম, প্রসুন।

’রাত্রির’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ নিশীথ।

’বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ক্ষণপ্রভা।

’সপ্তসুরে’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ চড়া সুরে।

’নন্দিনী’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ তনয়া।

’বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ তরু।

’পয়জার’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ পাদুকা।

’কিরণ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ রবি।

’সত্ত্ব’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ অস্তিত্ব।

’চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ বিধু।

’অর্নব’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ সমুদ্র।

’ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ তুরঙ্গ।

’খেচর’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ আকাশচারী।

’টীকা ভাষ্য’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ব্যাখ্যা বিশ্লেষন।

’হাতি’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ করী।

’দ্যুলোক’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ আকাশ।

’অম্বর’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ আকাশ।

’আধেক’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ অর্ধেক।

’কপাল’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ললাট।

’পদ্ম’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ অরবিন্দ।

’আষাঢ়’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ জলকণা

’হিল্লোল’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ তরঙ্গ।

’পবর্ত’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ মহীধর।

’শশাংক’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ চন্দ্র।

’তন্ডুল’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ চাল।

’স্বর্গ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ ত্রিদিব।

’নারী’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ মহিলা।

’কুন্জর’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ হাতি।

’বাতুল’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ উন্মাদ।

’দ্বিপ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ হাতি।

’শ্রীঘর’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ জেলখানা।

’চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কি?

উত্তরঃ শশী।

Leave a Comment