সাম্প্রতিক চাকরি পরীক্ষার বাগধারা

bagdhara

সাম্প্রতিক চাকরি পরীক্ষার বাগধারা হতে আসা সকল প্রশ্ন ও উত্তর

অন্তর টিপুনি          –           মর্মাঘাত ।

কল্কে পাওয়া         –           পাত্তা পাওয়া ।

কচু বনের কালাচাঁদ –           নিরীহ ব্যক্তি।

কাক ভূষন্ডি          –           সম্পূর্ন ভেজা।

উলু খাগড়া            –           গুরুত্বহীন ব্যক্তি।

উনপঙ্চশ বায়ু        –           পাগলামী।

কেচেঁ গন্ডুষ           –           গোড়া থেকে শুরু।

কেবলা হাকিম       –           অনবিঙ্গ।

গোঁয়ায় গোবিন্দ       –           কান্ডঙ্গানহীন।

কেতা দুর¯ত         –           পরিপাটি।

কলকাঠি নাড়া       –           কুপরামর্শ দেয়া।

উজানের কৈ          –           সহজ লভ্য।

অর্ধচন্দ্র    –                       গলাধাক্কা।

অমাবস্যার চাঁদ      –           দুর্লভ ব¯তু।

আট কপালে          –          মন্দভাগ্য

আক্কেল সেলামি      –           নির্বুদ্ধিতার দন্ড।

আকাশ কুসুম         –           অসম্ভব কল্পনা।

আমড়া কাঠের ঢ়েকি-           অপদার্থ।

আঠারো মাসে বছর  –           কুড়ে স্বভাবের।

ইদুর কপালে         –           মন্দভাগ্য।

উড়নচন্ডী –                       অমিতব্যয়ী।

উলুখাগড়া –                       নিরীহ প্রজা।

একাদশে বৃহস্পতি  –           সৌভাগের বিষয়।

কত ধানের কত চাল-           টের পাওয়ানো।

কূপমন্ডুক             –           সীমিত ঞনের লোক।

কেউকেটা –                       সামান্য।

কাকনিদ্রা –                       অগভীর সতর্ক নিদ্রা।

কাঠঁলের আমসত্তা   –           অসম্ভাব ব্যাপার।

ব্যাঙের আধুলি       –           সামান্য সম্পদ।

গুড়ে বালি            –           আশায় নৈবাশ্য।

গোঁফ খেজুরে         –           নিতান্ত অলস।

চাঁদের হাট            –           আনন্দের প্রাচুর্য।

চিলেকোঠার সেপাই –           ক্ষীণ ব্যক্তি।

চিএগুপ্তের খাতা      –           পুঙ্খানুপুঙ্খান হিসাব।

ননীর পুতুল           –           শ্রমবিমুখ।

ছা-পোষা  –                       পোষ্য ভারাক্রন্ত।

ঝাঁকের কই          –           একই দলের লোক।

ঠোঁট কাটা            –                       স্পষ্টভাষী।

ডুমুরের ফুল          –           বিরল বস্তু।

ঢাকের কাঠি         –           তোষামুদে।

ঢাকঢাক গুডগুড     –           গোপন রাখার চেষ্টা।

বাঘের দুধ –           দুঃসাধ্য বস্তু।

অকাল কুষ্মান্ডু        –           অপদার্থ।

অগ্নিশর্মা              –           নিরতিশয় কুরুদ্ধ।

আদায় কাচ কলায়   –           ভীষণ শএুতা।

উড়ো কথা            –           গুজব।

গড্ডালিকা প্রবাহ     –           অন্ধ অনুকরণ।

এলোপাথাড়ি         –           বিশৃঙ্খলা।

কাঠেঁর পুতুল         –           অসার।

কালে ভদ্রে           –           কদাচিৎ।

কলির সন্ধ্যা          –           দুঃখের সুচনা।

কাষ্ঠহাসি –                       শুকনো হাসি।

খোদার খাসি         –           ভাবনা চিন্তাহীন।

খন্ড প্রলয় –                       তুমুল কান্ড।

গোড়ায় গলদ         –           শুরুতে ভুল।

গৌরচন্দ্রিকা          –           বণিতা।

খটিরাম   –                       অপদার্থ।

তাসের ঘর            –           ক্ষনস্থায়ী।

তুলসী বনের বাঘ    –           সবেশে দুর্বৃত্ত।

তামার বিষ           –           অর্থের কপ্রভাব।

ব্যাঙ্গের সর্দি         –           অসম্বাব খটনা।

ভূষন্ডির কাক        –           দীর্ঘয়ু ব্যক্তি।

উত্তম মধ্যম          –           পিটুনি।

রামগরুড়ের ছানা     –           গোমড়ামুখো লোক।

মাথায় হাত বুলানো  –           ফাকিঁ দেওয়া।

হাত ভারি –                       কৃপণ।

বিড়াল তপস্বী        –           কপট সাধু।

বকধার্মিক            –           ভন্ড ধার্মিক।

বামেতর              –           ডান।

ধারি মাছ না ছুই পানি-          কৌশলে কার্যোদ্ধার।

ভিজে বেড়াল        –           কপটচারী।

দুধের মাছি           –           সুসময়ের বন্দু।

লেফাফা দুর¯ত      –           পরিপাটি।

পটল তোলা           –           মারা যাওয়া।

শকুনি মামা           –           কুচরী লোক।

পায়া ভারী –           অহংকারী।

চিনির পুতুল          –           অল্প পরিশ্রমে কাতর।

রাবণের চিতা        –           চির অশান্তি।

রুই কাতলা           –           পদস্থ ব্যক্তি।

জিলাপির প্যাঁচ       –           কুটিলতা।

ঢাকের বায়া          –           যার কোন মূল্য নেই।

রাজঘটক             –           চমৎকার মিল।

ভূতের বেগার         –           অযথা শ্রম।

অকাল বোধন        –           অসময়ে আবির্ভাব।

আক্কেল দাত ওঠা    –           পাকা বুদ্ধি।

ইতর বিশেষ         –           পার্থক্য।

Leave a Comment