সাম্প্রতিক চাকরি পরীক্ষা ভাষা আন্দোলন বিষয়ক প্রশ্ন।

সাম্প্রতিক চাকরি পরীক্ষা ভাষা আন্দোলন বিষয়ক প্রশ্ন নিয়ে বিষদ আলোচনা।

০১. শহীদ আবদুস সালাম পেশায় কি ছিলেন?

উত্তর : সরকারের ডিরেক্টও অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন।

০২ .ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ কে?

উত্তর : আব্দুল জব্বার

০৩. ভাষা আন্দোলনের ফলে কোন পতিষ্ঠানটি সৃষ্টি হয়?

উত্তর : বাংলা একাডেমি।

০৪. দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?

উত্তর : টোকিও, জাপান।

০৫. একুশের প্রথম গান ”ভুলব না, ভুলব না একুশে ফেব্রয়ারী ভুলব না ” এর রচয়িতা কে?

উত্তর : ভাষা সৈনিক আ ন ম গাজীউল হক।

০৬. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্টভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?

উত্তর : ৩১ জানুয়ারি ১৯৫২।

আওয়ামী মুসলিম লীগ গঠন বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্ন ও সমাধান

০৭. কোনটি ভাষা আন্দোলনের মুখপাএ ছিল?

উত্তর : সাপ্তাহিক সৈনিক।

০৮. পাকি¯তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু – এই পু¯িতকার লেখক কয়জন?

উত্তর : ৩ জন।

০৯. ”উদুই হবে পাকি¯তানের একমাএ রাষ্ট্রভাষা .অন্য কোন ভাষা নয়”- এটি কার উক্তি?

উত্তর : মুহাম্মাদ আলী জিন্নাহ।

১০. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্তী কে ছিলেন?

উত্তর : নুরুল আমিন।

১১. ১৯৫২ সালের ২১ শে ফেব্রয়ারী বাংলা কত সাল ছিল?

উত্তর : ১৩৫৮ ।

১২. ভাষা আন্দোলনের প্রথম সংকলন ’একুশে ফেব্রয়ারি ’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

উত্তর : হাসান হাফিজুর রহমান।

১৩. বাংলাকে কোন দেশের দি¦তীয় রাষ্ট্রভাষা করা হয়েছে?

উত্তর : সিয়েরা লিওন।

১৪. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে?

উত্তর : হামিদুর রহমান।

১৫. বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘাট কবে হয়?

উত্তর : ১১ মার্চ ১৯৪৮।

১৬. কোন সংস্থা একুশে ফেব্রয়ারি কে আন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষনা দিয়েছে?

উত্তর : ইউনেস্কো ।

১৭. ইউনেস্কো একুশে ফেব্রয়ারি কে আন্তজাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয় কবে?

উত্তর : ১৭ নভেম্বর ১৯৯৯।

১৮. ভাষা আন্দোলনের পথ প্রদর্শক খ্যাত ছিলেন কে?

উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত।

১৯. বাংলাভাষা কে পাকিস্তানের গনপরিষদে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় ?

উত্তর : ৭ মে ১৯৫৪ সালে।

২০. পূর্ব বাংলায় কিসের ভিত্তিতে ভাষা আন্দোলন হয়েছে?

উত্তর : বাঙ্গালী জাতীয়তাবাদ।

২১. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রম পরিষদ গঠিত হয় কবে?

উত্তর : ৩০ জানুয়ারি ১৯৫২।

২২. ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কিসের জনম দিয়েছিল?

উত্তর : এক নতুন জাতীয় চেতনার।

২৩. তৎকালীন পাকি¯তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে?

উত্তর : ১৯৫৬ সালে।

২৪. আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কি?

উত্তর : ভাষা অধিকার।

২৫. আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস প্রথম কতটি দেশ পালন করেছে?

উত্তর : ১৮৮ দেশ।

২৬. রাষ্টভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সলে মহীরুহে পরিনত হয়

উত্তর : ১৯৫২ সালে।

২৭. জাতীয় সংসদে বাংলাকে জীবনের সর্ব¯তরে ব্যবহারের জন্য আইন পাশে করে?

উত্তর : ১৯৮৭ সালে।

্২৮. ইউনেস্কো কত তম সম্মেলনে ২১ শে ফেব্রযারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা করে?

উত্তর : ৩১ তম অধিবেসনে।

২৯. দেশের বাইরে প্রথম শহিদ মিনার তৈরি হয়?

উত্তর : জাপানে।

৩০. তমুদ্দিন মজলিশ কি ছিলো?

উত্তর : সাংকৃতিক প্রতিষ্টান।

৩১. তমুদ্দুন মজলিস কোন সনে প্রতিষ্টিত হয়?

উত্তর : ১৯৪৭ সালে।

৩২. পাকি¯তানের গনপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান?

উত্তর : ধীরেন্দ্রনাথ দত্ত।

৩৩. ১৯৪৮-৫২ সাল ভাষা আন্দোলন সময়কালে প্রতি বছর ’ভাষা দিবস’ পালন করা হত?

উত্তর : ১১ মার্চ।

৩৪. ’রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়?

উত্তর : ১৯৪৮ সালে।

৩৫. ১৯৫২ সালে ২১ ফেব্রয়ারি বাংলা সাল কত ছিল?

উত্তর : ১৩৫৮ ।

৩৬. ”আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি ” আমাদের জাতিয় সংগীতের রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর।

ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন চাকরি পরীক্ষা প্রশ্ন ও সমাধান

৩৭. ১৯৫২ সালে ২১ ফেব্রয়ারি তৎকালিন পাকি¯তানের প্রধানমন্তী কে ছিলেন?

খাজা নাজিমুদ্দীন ।

৩৮. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রয়ারি – গানের সুরকার কে?

আলতাফ মাহামুদ।

৩৯. কোনটি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ?

২১ ফেব্রয়ারি ।

৪০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন?

হামিদুর রহমান।

Leave a Comment