বাংলা ভাষায় মৌলিক সস্বধ্বনির সংখ্যা কত?
উত্তরঃ ৭টি।
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তরঃ ধ্বনি।
নিচে কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
উত্তরঃ চ।
কোন দুটি অঘোষ ধ্বনি?
উত্তরঃ চ,ছ।
ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক কোনটি?
উত্তরঃ ধ্বনি।
বাংলায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কতটি?
উত্তরঃ ৭টি।
বাগযন্ত্রের অংশ নয়-
উত্তরঃ কান।
তালব্যবর্ণ কোনগুলো?
উত্তরঃ উ,ঊ।
বাংলা ভাষায় ব্যবহাত ধ্বনির সংখ্যা কতটি ?
উত্তরঃ ৪১ টি।
ফলাহার থেকে ফলার শব্দ হওয়ার কারণ-
উত্তরঃ বর্ণলোপ।
বাংলা ভাষায় ওষ্ঠব্যঙ্জন ধ্বনির সংখ্যা কত?
উত্তরঃ ৫টি।
কোনটি মধ্যস্বরলোপ ঘটেছে।
উত্তরঃ গামছা।
’ম’ বর্ণ উচ্চারিত হয়
উত্তরঃ ওষ্ঠ থেকে।
মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
উত্তরঃ ঝ।
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসংগতি হয়?
উত্তরঃ মধ্যগত।
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
উত্তরঃ পিশাচ-পিচাশ।
পাশাপাশি দুটো স্বরধ্বনি একক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কী বলে?
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি।
তাড়নজাত ব্যঙ্জনধ্বনি কোনটি?
উত্তরঃ ড়,ঢ়।
নিচে কোন দুইটি মহাপ্রাণ ধ্বনি?
উত্তরঃ ছ ,ঝ।
বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি?
উত্তরঃ পাঁচটি।
দন্ত্য ধ্বনি কোন গুলো?
উত্তরঃ ত,থ,দ,ধ,ন।
রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন বর্গ নিয়ে গঠিত?
উত্তরঃ ক+ষ।
পরবর্তী স্বর সংবৃত হলে আদি ‘অ’ কি হয়?
উত্তরঃ সংবৃত।
একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে কি বলে?
উত্তরঃ অসমীকরণ।
স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
উত্তরঃ দেশী > দিশী।
উচ্চারণের একক কে কী বলা হয়।
উত্তরঃ ধ্বনি।
মই কথাটির ই কে কী বলে?
উত্তরঃ হ্রস্ব স্বর।
ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় ?
উত্তরঃ বর্ণ।
প থেকে ম পযর্ন্ত পাঁচটি ধ্বনি হচ্ছে ?
উত্তরঃ ওষ্ঠ্য ধ্বনি।
কোনগুলো মূর্ধন্য ধ্বনি?
উত্তরঃ ট,ঠ,ড।
কোনগুলো শিশ ধ্বনি?
উত্তরঃ শ,স,ষ।
বাংলা ভাষায় ধ্বনি কত ভাগে বিভক্ত?
উত্তরঃ ২ ভাগে।
কোনটি বিষমীভবনের উদাহরণ?
উত্তরঃ শরীর > শরীল।
তুলতুলা > লুতলুতা কোন ধরনের পরিবর্তন?
উত্তরঃ ধ্বনি বিপর্যয়।
ভাষার মূল উপাদার কি?
উত্তরঃ ধ্বনি।
অঘোষ অল্পপ্রাণ দ্যোতিত ধ্বনি কি?
উত্তরঃ তিনটি (শ,স,ষ)।
ঘোষ মহাপ্রাণ ধ্বনি কি?
উত্তরঃ হ।
বর্গের (১ম + ২য় ) ধ্বনি কে বলা হয় কি?
উত্তরঃ অঘোষ ধ্বনি।
বর্গের ৩য় + ৪থ +৫ম ধ্বনিকে বলা হয় কি?
উত্তরঃ ঘোষ ধ্বনি।
ব্যঙ্জনধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবে আগমন ঘটে –
উত্তরঃ স্বরধ্বনি।
বাংলা ভাষার ধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ২ ভাগে । স্বরধ্বনি ও ব্যঙ্জনধ্বনি।