সমাস ভাষাকে কি করে?
উত্তরঃ সংক্ষেপ করে।
’নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তরঃ সমাস।
’আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস।
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
উত্তরঃ ভাই-বোন।
’জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ ।
উত্তরঃ কর্মধারয় সমাস।
জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ?
উত্তরঃ উপমেয়।
চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো –
উত্তরঃ চাঁদের মত মুখ।
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তরঃ অনমনীয়।
’লাঠালাঠি’ এটি কোন সমাস?
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস।
’আনত’ কোন সমাসের উদাহরণ ?
উত্তরঃ অব্যয়ীভাব।
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা ত করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলে?
উত্তরঃ নিত্য সমাস।
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত –
উত্তরঃ সংস্কৃতি।
ব্যাসবাক্যের অপর নাম কী-
উত্তরঃ বিগ্রহ বাক্য।
সমাসবদ্ধ পদকে কি বলে?
উত্তরঃ সমস্ত পদ।
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
উত্তরঃ সমস্যামান পদ।
’সমাস’ শব্দের অর্থ কি?
উত্তরঃ সংক্ষেপণ।
সমাস সাধিত পদ কোনটি ?
উত্তরঃ দম্পতি।
সমাস কত প্রকার ?
উত্তরঃ ৬ প্রকার ।
’ঘোড়াড্ডিম’ কোন জাতীয় শব্দ?
উত্তরঃ সমাসবদ্ধ।
অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ মায়ে ঝিয়ে।
’জায়া ও পতি’ সমাস করলে কি হয়?
উত্তরঃ সম্পতি।
দম্পতি কোন সমাস হয়?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস।
অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
উত্তরঃ দুধে- ভাতে।
অহিনকুল কোন সমাস?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস।
হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস হয়?
উত্তরঃ সমার্থে।
সংবাদপত্র কোন সমাস?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
মহর্ষি কোন সমাস?
উত্তরঃ কর্মধারয় সমাস।
নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?
উত্তরঃ কর্মধারয় সমাস।
নরাধম শব্দটি কোন সমাস?
উত্তরঃ কর্মধারয় সমাস।
কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ তাকে না?
উত্তরঃ উপমিত কর্মধারয়।
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ তুষারশুভ্র।
মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ মহতী যে কীর্তি।
কোনটি রুপক কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তরঃ মনমাঝি।
খাসমহল (খাস যে মহল ) কোন সমাস?
উত্তরঃ কর্মধারয় সমাস।
কর্মধারয় সমাসে কোন পদ প্রধান ?
উত্তরঃ পর পদ।
হারামনি ‘ কোন সমাস উদাহরণ?
উত্তরঃ কর্মধারয় সমাস।
কোনটি উপমিত কর্মধারয় এর উদাহরণ –
উত্তরঃ করপল্লব।
’ঈগল পাখী’ কোন সমাস ?
উত্তরঃ কর্মধারয় সমাস।
’মৌমাছি ’ কোন সমাস ?
উত্তরঃ কর্মধারয় সমাস।
ইত্যাদি কোন সমাস?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
বাগদত্তা কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
সমাস নির্ণেয় করুন- ‘ধানের ক্ষেত’
উত্তরঃ ষষ্ঠী তৎপুরুষ।
সমাস নির্ণেয় করুন- ‘বেআইনি’
উত্তরঃ নঞ তৎপুরুষ সমাস।
’রাজপুত্র’ কোন সমাস উদাহরণ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
খেচর কোন সমাস?
উত্তরঃ উপপদ তৎপুরুষ সমাস।
’মেঘশূন্য’ কোন সমাস?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’ছায়াশীতল’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’প্রিয়ংবদা’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
উত্তরঃ পরপদ।
উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?
উত্তরঃ উপপদ তৎপুরুষ সমাস।
’বিশ্বকবি’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’পাপমুক্ত’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’হজ্জযাত্রা’ কোন সমাস ?
উত্তরঃ ৪র্থী তৎপুরুষ সমাস।
’পকেটমার’ কোন সমাস ?
উত্তরঃ উপপদ তৎপুরুষ সমাস।
’অনুচিত’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’তেলেভাজা’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’কদাচার’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’অপয়া’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’অর্ধচন্দ্র’ কোন সমাস ?
উত্তরঃ তৎপুরুষ সমাস।
’হরবোলা’ কোন সমাস ?
উত্তরঃ উপপদ তৎপুরুষ সমাস।
’বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
উত্তরঃ বহুধান।
’কানাকানি’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি।
গায়ে হলুদ কোন সমাস উদাহরণ?
উত্তরঃ বহুব্রীহি।
বীণাপাণি কোন সমাস?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
’লাঠালাঠি’ কোন সমাস?
উত্তরঃ ব্যতিহার বহুব্রীহি সমাস।
চৌচালা কোন সমাস?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
’দিগম্বর’ কোন সমাস?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
’সবান্ধব’ কোন সমাস?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
’অসুখ’ কোন সমাস?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
’আশীবিষ’ কোন সমাস?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
’নদীমাতৃক’ কোন সমাস?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
কোনটি ’বহুব্রীহি’ সমাসের উদাহরণ?
উত্তরঃ বিমনা।
’অবোধ’ কোন সমাস ?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
’নীলম্বর’ কোন সমাস ?
উত্তরঃ বহুব্রীহি সমাস।
কোনটি বহুব্রীহি সমাস?
উত্তরঃ দশানন।
বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ সুগন্ধি।
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ?
উত্তরঃ ঊনপাজুরে।
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
উত্তরঃ মুখোমুখি।
অধর্ম শব্দের সমস্যামান পদ কোনটি?
উত্তরঃ নই ধর্ম যার।
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস?
উত্তরঃ কানাকানি।
’গোঁফ খেজুরে’ কোন সমাস ?
উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
’তেপান্তর’ (তিন প্রান্তের সমাহার) কোন সমাস ?
উত্তরঃ দ্বিগু সমাস।
দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
উত্তরঃ পরপদ।
’চার রাস্তার সমাহার ’ বাক্যটি সংকোচন রুপ কি হবে?
উত্তরঃ চৌরাস্তা।
নিচের কোনটি দ্বিগু সমাস?
উত্তরঃ সেতার।
’সপ্তর্ষি’ কোন সমাস ?
উত্তরঃ দ্বিগু সমাস।
ত্রিভুজ কোন সমাস?
উত্তরঃ দ্বিগু সমাস।
’শতাব্দী’ কোন সমাস ?
উত্তরঃ দ্বিগু সমাস।
’প্রতিবিম্ব’ কোন সমাস?
উত্তরঃ অব্যয়ীভাব।
পূর্বপদ প্রধান সমাস কোনটি ?
উত্তরঃ অব্যয়ীভাব সমাস।
সমাসবদ্ধ শব্দ ‘আনত ’ কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ অব্যয়ীভাব।
কুলের সমীপে= উপকুল এটি কোন সমাস?
উত্তরঃ অব্যয়ীভাব সমাস।
’আমরণ’ কোন সমাস ?
উত্তরঃ অব্যয়ীভাব সমাস।
গরমিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ মিলের অভাব।
অনুতাপ কোন সমাস?
উত্তরঃ অব্যয়ীভাব সমাস।
নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
উত্তরঃ অনুতাপ।
’কূলের সমীপে’ এর সংক্ষেপ কি?
উত্তরঃ উপকূল।
’উপকথা’ শব্দটি কোন সমাস?
উত্তরঃ অব্যয়ীভাব সমাস।
’হাভাতে’ কোন সমাস?
উত্তরঃ অব্যয়ীভাব সমাস।
কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
উত্তরঃ নিত্য সমাস।
কোনটি নিত্য সমাস?
উত্তরঃ জলমাত্র।
কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না ?
উত্তরঃ অলুক সমাস।
নিচের কোনটি নিত্য সমাস?
উত্তরঃ দেশান্তর ।
’কেবল দর্শণ’ ব্যাসবাক্যটি কোন সমাসের অর্ন্তভুক্ত?
উত্তরঃ নিত্যসমাস।
কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?
উত্তরঃ দেশান্তর।
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
উত্তরঃ সমস্যামান পদ।
সমাস নিষ্পন্ন পদটির কি বলে?
উত্তরঃ সমস্ত পদ।
সমাস ভাষাকে কি করে?
উত্তরঃ সংক্ষেপ করে।
কোনটি দ্বন্দ্ব সমাস?
উত্তরঃ হাট-বাজর।
’ছায়াশীতল’ কোন সমাস উদাহরন?
উত্তরঃ তৎপুরুষ।
’পৌরসভা’ কোন তৎপুরুষ সমাস?
উত্তরঃ ষষ্ঠী।
’প্রিয়ংবদা’ শব্দটি কোন সমাস?
উত্তরঃ উপপদ তৎপুরুষ সমাস।
সমাস নির্ণয় বরুণ ‘দশ আনন যাহার’-দশানন।
উত্তরঃ বহুব্রীহি সমাস।
’লাঠালাঠি’ এটি কোন সমাস?
উত্তরঃ ব্যতিহারে বহুব্রীহি সমাস।
’মেঘের মত নাদ যাব’- মেঘনাদ কোন সমাস?
উত্তরঃ মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।
কোনটি দ্বিগু সমাস?
উত্তরঃ চৌরাস্তা।
নিচের কোনটি দ্বিগু সমাস সিদ্ধ শব্দ?
উত্তরঃ ষড়ঋতু।
যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে কি বলে?
উত্তরঃ অলুক সমাস।
’যৌবনসূর্য’ কোন ধরণের শব্দ?
উত্তরঃ সমাসবদ্ধ।
’গোলাপফুল’ শব্দটি কোন সমাস?
উত্তরঃ কর্তধারয়।
’কুসুমের মত কোমল’ ব্যাস বাক্যটি কোন সমাস?
উত্তরঃ উপমান কর্মধারয় সমাস।
’বউ ভাত’ শব্দটি কোন সমাস?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
’মহানদী’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ মহান যে নদী।