০১. পদ্মা সেতুর প্রকল্পের নাম কি?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
০২. পদ্মা সেতু নির্মানকারী প্রতিষ্ঠানের নাম
উত্তর : চায়না মেজর ব্রিজ ইন্জিজিয়ারিং কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড।
০৩. পদ্মা সেতুর নকশা করেন কোন প্রতিষ্ঠান
উত্তর : AECOM
০৪ . পদ্মা সেতু কবে উদে¦াধন করা হয়?
উত্তর : ২৫ জুন ২০২২
০৫. পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত কিমি?
উত্তর : ৬.১৫ কিমি
০৬. পদ্মা সেতুর প্রকল্প বাংলাদেশের কোন নদীর উপর নির্মণাধীন?
উত্তর : পদ্মা নদী
০৭. পদ্মা সেতুর প্রস্ত কত?
উত্তর : ১৮.১০ মি.
০৮. পদ্মা সেতুর নির্মান কাজ শুর হয়?
উত্তর : ৭ ডিসম্বার ২০১৪।
০৯. পদ্মা সেতুর রক্ষনাবক্ষেন করেন?
উত্তর : বাংলাদেশ সেতু প্রকল্প।
১০. পদ্মা সেতু কোন মন্তনালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্তণালয়।
১১. পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে?
উত্তর : ৩ টি । মুন্সীগন্জ, শরীয়তপুর ও মাদারিপুর।
১২. পদ্মা সেতু কি ধরনের ?
উত্তর : দ্বিতলবিশিষ্ট।
১৩. পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিমি?
উত্তর : ১২ কিলোমিটার।
১৪. পদ্মা সেতু প্রকাল্পে কাজ করেছে কত হাজার মানুষ?
উত্তর : প্রায় ৪ হাজার মানুষ।
১৫. পানির স্তর হতে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৬. পদ্মা সেতু ফলে দেশে আর্থিক প্রবৃদ্ধি কত শতাংশ বাড়বে?
উত্তর : ১.২ শতাংশ।
১৭. পদ্মা সেতু সড়ক পথ কত লেন?
উত্তর : ৪ লেন।
১৮. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কত কি মি?
উত্তর : ৩.১৮ কিমি।
১৯. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি?
উত্তর : ৮১ টি।
২০. পদ্মা সেতুর স্প্যান কতটি ?
উত্তর : ৪১ টি।
২১. পদ্মা সেতুর পিলার কতটি?
উত্তর : ৪২ টি।
২২. সর্বপ্রথম স্প্যানটি বসানো হয়
উত্তর : ৩০ সেপ্টেম্বও ২০১৭।
২৩. ৪১ তম স্প্যানটি কবে বসানো হয়
উত্তর : ১০ ডিসম্বার ২০২০
২৪. ৪১ তম স্প্যানটি কত নং পিলারের উপর বসানো হয়েছে।
উত্তর : ১২ ও ১৩ নং পিলারের উপর।
২৫. প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত মিটার?
উত্তর : ১৫০ মিটার।
২৬. প্রথম স্প্যানটি কত নং পিলারের উপর বসানো হয়েছে।
উত্তর : ৩৭ ও ৩৮ নং পিলারের উপর।
২৭. প্রতিটি স্প্যানের ওজন কত?
উত্তর : ৩২০০ টন।
২৮. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
২৯. প্রতি পিলারের জন্য পাইলিং কতটি?
উত্তর : ৬ টি।
৩০. পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কতটি?
উত্তর : ২৮৬ টি।
৩১. পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাস এর নাম কি?
উত্তর : পদ্মা সেনানিবাস।
৩২ .পদ্মা সেতু বিশে^র কততম দীর্ঘ সেতু?
উত্তর : ১১ তম।
৩৩. পদ্মা সেতুর প্রয়োজনে কি পরিমান জমি অধিগ্রহন করা হয়েছে?
উত্তর : ৯১৮ হেক্টর।
৩৪. পদ্মা সেতু কোন মনতনালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্তণালয়।
৩৫. পদ্মা সেতু কি রকমের সেতু?
উত্তর : পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট সেতু।
৩৬. পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে কত হাজার মানুষ?
উত্তর : ৪ হাজার।
৩৭. পদ্মা সেতুর ঢাকার সাথে দেশের দক্ষিণ কতটি জেলা সংযুক্ত করে।
উত্তর : ১৯ টি জেলা।
৩৮. পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে
উত্তর : ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
৩৯. বাংলাদেশের বর্তমান দীর্ঘতম সেতুর নাম কি?
উত্তর : পদ্মা সেতু।
৪০. পদ্মা সেতুর সক্ষমতা কতটুকু?
উত্তর : দৈনিক ৭৫ হাজার যানবাহন।
৪১. পদ্মা সেতুর আকৃতি কি রকম?
উত্তর : ইংরেজি ং আকৃতি মত।
৪২ .পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীলতা কত?
উত্তর : ৯.১ মাএা কম্পান রিক্টারস্কেলে।
৪৩. পদ্মা সেতুর আয়ুস্কাল কত বছর।
উত্তর : ১০০ বছর।
৪৪. শেখ হাসিনা কত টাকা দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন?
উত্তর : ২০০০ টাকা দিয়ে।