সাম্প্রতিক চাকুরি পরীক্ষা শেখ হাসিনা সম্পকিত প্রশ্ন।

সাম্প্রতিক চাকুরি পরীক্ষা শেখ হাসিনা সম্পকিত প্রশ্ন নিয়ে বিষদ আলোচনা।

০১. শেখ হাসিনার ছেলে ও মেয় কত জন?

উত্তর : ২ জন।

০২. শেখ হাসিনার ছেলের নাম কি?

উত্তর : সজীব ওয়াজেদ জয়।

০৩. শেখ হাসিনার মেয়ের নাম কি?

উত্তর : সায়মা ওয়াজেদ পুতুল।

০৪. শেখ হাসিনার ছোট ভাইয়ের নাম কি?

উত্তর : শেখ রাসেল।

০৫. শেখ হাসিনার জন্মগ্রহন করেন?

উত্তর : ২৮ সেপ্টেম্বরা ১৯৪৭ ।

০৬. শেখ হাসিনার জন্ম কোন গ্রামে?

উত্তর : টুংগিপাড়া গ্রামে।

০৭. শেখ হাসিনার পিতার নাম কি?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

০৮. শেখ হাসিনার মায়ের নাম কি?

উত্তর : বেগজ ফজিলাতুরনেসা।

০৯. শেখ হাসিনা কোন স্কুল হতে মেট্রিক পাশ করেন?

উত্তর : আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় হতে।

১০. ”শেখ মুজিব আমার পিতা ”বইটির লেখক কে?

উত্তর : শেখ হাসিনা

১১. শেখ হাসিনার দাদির নাম কি?

উত্তর : সায়েরা খাতুন ।

১২. শেখ হাসিনার ছোট বোনের নাম কি?

উত্তর : শেখ রেহেনা ।

১৩. শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে পড়াশোনা করেছেন?

উত্তর : বাংলা বিভাগে।

১৪. শেখ হাসিনার স্বামীর নাম কি?

উত্তর : ড. ওয়াজেদ মিয়া।

১৫. ১৯৭৫ সালে ১৫ আগষ্ট শেখ হাসিনা কোথায় ছিলেন?

উত্তর : পূর্ব জার্মানি।

১৬. ’’সামরিক বনাম গনতন্তর ’’লেখক কে ছিলেন?

উত্তর : শেখ হাসিনা

১৭. বিশ্বের দীর্ঘতম নারী প্রধানমন্তীর নাম কি?

উত্তর : শেখ হাসিনা ।

১৮. ”কালো সাদা ”গ্রন্থের লেখক কে?

উত্তর : শেখ হাসিনা

১৯.শেখ হাসিনা বাংলাদেশের কততম প্রধানমন্তী?

উত্তর : ১৫ তম।

২০. বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের পর ২য় রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?

উত্তর : শেখ হাসিনা

২১. শেখ হাসিনা কে মাদার অব হিউম্যানিটি উপাধি দেন কে ?

উত্তর : যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া চ্যানেল ফোর ।

২২. শেখ হাসিনা কে হত্যার জন্য সন্ত্রাসীরা কতবার হামলা চালায়?

উত্তর : ১৯ বার।

২৩. শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি?

উত্তর : ১০ টি।

২৪. শেখ হাসিনা কিসের জন্য ইউনেস্কের ফেলিক্স হোফে বোইনি শান্তি পদক পান?

উত্তর : পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির জন্য।

২৫. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তর : নেএকোণা ।

২৬. শেখ হাসিনার জীবন ভিত্তিক ”হাসিনাঃ এ ডর্টাস টেল” কোন ধরনের শিল্পকর্ম?

উত্তর : ডকুড্রামা

২৭. বিশ্ব মহিলা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে অবদানের জন্য ২০১১ সালে ”সাউথ সাউথ ” পুরস্কার লাভ করেন?

উত্তর : শেখ হাসিনা

২৮. একটি বাড়ি একটি খামাড় কার চিনতা  প্রসূত প্রকল্প?

উত্তর : শেখ হাসিনা

২৯. শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের প্র¯তাব পেশ করেন জাতিসংঘের কত তম সাধারন পবিষধের অধিবেশনে?

উত্তর : ৭২ তম।

৩০. শেখ হাসিনা বিবাহ করেন?

উত্তর : ১৯৬৭ সালে।

৩১. শেখ হাসিনা ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হন?

উত্তর : ১৯৬৭ সালে।

৩২. শেখ হাসিনা ¯স্নাতক পাশ করেন?

উত্তর : ১৯৭৩ সালে।

৩৩. বিশ্বের সৎ নেতৃত্বের তালিকায় শেখ হাসিনার অবস্থান কততম?

উত্তর : তৃতীয়।

৩৪. শেখ হাসিনা কে ”লেডি অব ঢাকা ”উপাধি প্রদান করেন?

উত্তর : যুক্তরাষ্ট ভিত্তিক বিজনেস ম্যাগাজিন ”ফোর্বস”

৩৫. শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই নাম কি?

উত্তর : আমাদের ছোট রাসেল সোনা।

৩৬. জাতিসংঘের ২০১৫ অধিবেশনে পরিবেশ বিষয়ক ”চ্যাম্পিয়নস অফ দি আর্থ” পুরস্কারটি কে পান?

উত্তর : শেখ হাসিনা

৩৭. ”কারাগারের রোজনামচা ”গ্রন্থেও ভূমিকা লিখেছেন?

উত্তর : শেখ হাসিনা

৩৮. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?

উত্তর : লেবুখালী , পটুয়াখালী।

৩৯. কোন বাংলাদেশী ”ইন্দিরা গান্ধী শান্তিত পুরস্কার ”পেয়েছে।

উত্তর : জননেএী শেখ হাসিনা।

৪০. শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত?

উত্তর : যশোর।

৪১. ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুকেন্দ্র শেখ হাসিনা কবে উদ্বোধন করেন?

উত্তর : ২১ মার্চ ২০২২।

৪২. ’মাদার অব হিউম্যামিটি’ কাকে বলা হয়?

উত্তর : শেখ হাসিনা কে।

৪৩. ”আমার স্বপ্ন আমার সংগ্রাম” গ্রন্থটির রচিয়তা কে?

উত্তর : শেখ হাসিনা।

৪৪. ”মুজিব বর্ষ” ঘোষণা কে করেন?

উত্তর : শেখ হাসিনা

৪৫. শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হন কত সালে?

উত্তর : ১৯৮১ সালে।

৪৬. শেখ মুজিব আমার পিতা প্রন্থটি কে লিখেছেন?

উত্তর : শেখ হাসিনা

৪৭. শেখ হাসিনা ধরলা সেতু কোন কোন জেলার সেতুব›ধন করেছে।

উত্তর : কুড়িগ্রাম –লালমনিরহাট

৪৮. শেখ হাসিনা জন্মগ্রহন করেন?

উত্তর : গোপালগন্জ টুংগীপাড়া।

৪৯. ”সবুজ মাঠ পেরিয়ে” গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর : শেখ হাসিনা

’জল’ শব্দের সমার্থক শব্দ কি?

Leave a Comment