১০০ টাকর ১ বছরের সুদ ৫ টাকা । ২০০ টাকা ২ বছরের সুদ কত?
ক) ২০
খ) ৩০
গ) ৪০
ঘ) ৫০
উত্তরঃ ক।
৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
ক) ১১৪
খ) ১০৮
গ) ৫৭
ঘ) ৫৪
উত্তরঃ ক।
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিন কত সুদ পাবেন?
ক) ২০৫
খ) ২৫০
গ) ২২৫
ঘ) ২৯০
উত্তরঃ খ।
বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফ কত ?
ক) ২০০
খ) ১৫০
গ) ২৫০
ঘ) ৩০০
উত্তরঃ খ।
শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত ?
ক) ৬০
খ) ১৬০
গ) ৬৪
ঘ) ৮০
উত্তরঃ ঘ।
বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০০০০ টাকার উপর সুদ কত হবে?
ক) ৫০০
খ) ৪৫০
গ) ৬০০
ঘ) ৬৫০
উত্তরঃ খ।
কবির সাহেব ১০% সরল সুদে ৭০০ টাকা এবং ৫% সরল সুদে ১৩০০ টাকা বিনিযোগ করলে এক বছর পর তিনি মোট কত সুদ পাবেন?
ক) ১৩৫
খ) ১৫০
গ) ২২৫
ঘ) ৯০
উত্তরঃ ক।
এক ব্যক্তি ৮০০০০ টাকা বার্ষিক ১২% হারে মুনাফায় বিনিয়োগ করলে ২ বছর কত টাকা মুনাফা পাবে?
ক) ৯৬০০
খ) ৮০০০
গ) ১৯২০০
ঘ) ১৬০০০
উত্তরঃ গ।
প্রতি বছর শতকরা ৮ টাকা হারে লাভের চুক্তিতে বিনিয়োগ করে ২ বছর পর ঔ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?
ক) ১৬০
খ) ১৬৫
গ) ১৬৬.৪
ঘ) ১৭০
উত্তরঃ ক।
সুদের হার শতকরা ৭ টাকা হলে ৬৫০ টাকায় ছয় বছরের সুদ হবে?
ক) ২৭০
খ) ২৭৩
গ) ২৭২
ঘ) ২৭৫
উত্তরঃ খ।
৬% হারে নয় মাসে ১০০০০ টাকার উপর সুদ কত হবে?
ক) ৫০০
খ) ৬০০
গ) ৪৫০
ঘ) ৬৫০
উত্তরঃ গ।
২% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঔ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
ক) ১ টাকা
খ) ২ টাকা
গ) ৩ টাকা
ঘ) ৪ টাকা
উত্তরঃ গ।
শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরের সুদে-আসলে কত হবে?
ক) ১৩৫
খ) ১৩৭.৫
গ) ১৩৮
ঘ) ১৪৮
উত্তরঃ গ।
ব্যাংকে ৮৫০০ টাকা রেখে ৪ বছর পরে সুদাসল ১১২২০ টাকা পেলে বাষিক সরল সুদের হার কত ছিল?
ক) ১০%
খ) ৯%
গ) ৮%
ঘ) ৭%
উত্তরঃ গ।
৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
ক) ৫%
খ) ১০%
গ) ১২%
ঘ) ১৭%
উত্তরঃ ক।
শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বছরের সুদ ২১৬ টাকা হবে?
ক) ৩%
খ) ৪%
গ) ৫%
ঘ) ৬%
উত্তরঃ ঘ।
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
ক) ১৫%
খ) ১৪%
গ) ১২%
ঘ) ১০%
উত্তরঃ খ।
আবু ব্যাংকে ৯০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০ টাকা সুদ পেল। বার্ষিক সুদের হার কত?
ক) ১৫%
খ) ২৫%
গ) ১০%
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ ঘ।
শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে সুদে-মূলে তিনগুন হবে?
ক) ১০%
খ) ১২%
গ) ১৫%
ঘ) ২০%
উত্তরঃ ঘ।
সুদের হার কত টাকা হলে যে কোনো মুলধন ৮ বছরে সুদে- আসলে তিনগুন হবে?
ক) ১৫
খ) ২৫
গ) ২০
ঘ) ১২.৫০
উত্তরঃ খ।
শতকরা বার্ষিক কত হার সুদে যে কোন মুলধন ১০ বছরে সুদে-মূলে দিগুন হবে?
ক) ১০
খ) ১২
গ) ৭.৫
ঘ) ৫
উত্তরঃ ক।
শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫ % হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?
ক) ২৮০
খ) ৩২০
গ) ৪৯০
ঘ) কোনটিও নয়।
উত্তরঃ খ।
শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে?
ক) ৩%
খ) ৪%
গ) ৫%
ঘ) ৬%
উত্তরঃ ঘ।
৪০০ টাকার ৮ মাসের সুদ এবং ৮০০ টাকার ৪ মাসের সুদ একএে ২৪ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
ক) ৩%
খ) ৬%
গ) ৫%
ঘ) ৪.৫%
উত্তরঃ ঘ।
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একএে ৫০০ টাকা হলে সুদের হার কত?
ক) ৫%
খ) ৬%
গ) ১০%
ঘ) ১২%
উত্তরঃ গ।
বার্ষিক শতকরা কত টাকা হার সুদে ৯০০ টাকার পাঁচ বছরের সুদ ১৩৫ টাকা হবে?
ক) ২%
খ) ৩%
গ) ৪%
ঘ) ৪.৫%
উত্তরঃ খ।
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
ক) ৭
খ) ৫
গ) ৩
ঘ) ১২
উত্তরঃ ক।
শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ক) ৩%
খ) ৫%
গ) ৭%
ঘ) ১০%
উত্তরঃ ক।
শতকরা বার্ষিক কত হার সুদে ৬০০০০ টাকার ৫ বছরের সুদ ৬০০০ টাকা হবে?
ক) ২%
খ) ৩%
গ) ৪%
ঘ) ৫%
উত্তরঃ ক।
শতকরা বার্ষিক কত হার সুদে ৪৫০ টাকার ১২ বছরের সুদ ১৬২ টাকা হবে?
ক) ৩ টাকা
খ) ২.৫০ টাকা
গ) ৩.৫০ টাকা
ঘ) ২.৭৫ টাকা
উত্তরঃ ক।
শতকরা বার্ষিক কত হার সুদে ৫০০০০ টাকার ২ বছরের সুদ ৩০০০ টাকা হবে?
ক) ৩%
খ) ৬%
গ) ৯%
ঘ) ১২%
উত্তরঃ ক।
সরল হার সুদে ৫৬০ টাকার ৩ বছরের সুদ ৮৪ টাকা হলে সুদের হার কত?
ক) ৩%
খ) ৫%
গ) ৬%
ঘ) ৮%
উত্তরঃ খ।
সুদের হার কত হলে ১০০ টাকা ৫ বছরে দ্বিগুণ হবে?
ক) ২৫%
খ) ২০%
গ) ১৫%
ঘ) ১০%
উত্তরঃ খ।
শতকরা বার্ষিক কত হার সুদে যে কোন মূলধন ১০ বছরে সুদে-আসলে দ্বিগুন হয়?
ক) ১০
খ) ১২
গ) ৭.৫
ঘ) ৫
উত্তরঃ ক।