হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ ডাক নাম কি ?
উত্তরঃ কাজল।
হুমায়ূন আহমেদ জন্মগ্রহন করেন কোথায়?
উত্তরঃ কেন্দুয়া, নেত্রকোনা।
’দেয়াল’ কার লেখা?
উত্তরঃ হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্য মূলত কি হিসেবে পরিচিত?
উত্তরঃ কথাসাহিত্যিক।
নন্দিত ঔপনাসিক হুমায়ূন আহমেদ এর ’দেয়াল’ কি?
উত্তরঃ একটি রাজনেতিক উপন্যাস।
কোনটি হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস?
উত্তরঃ আনন্দ বেদনার কাব্য।
হুমায়ূন আহমেদ এর প্রথম উপন্যাস কোনটি?
নন্দিত নরকে।
’শঙখনীল কারাগার ’ উপন্যাস কোনটি?
হুমায়ূন আহমেদ
অয়োময় নাটকটি রচয়িতা কে?
হুমায়ূন আহমেদ
আজ রবিবার কার রচনা ?
হুমায়ূন আহমেদ
এইসব দিনরাত্রি নাটকের রচয়িতা কে?
হুমায়ূন আহমেদ
বাংলাদেশের আধুনিক ঔপনাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট ঔপন্যাসিক কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ
’এলেবেলে’ বইটি কার লেখা?
উত্তরঃ হুমায়ূন আহমেদ
’বহুবীহি ’উপন্যাসটি কার রচনা?
উত্তরঃ হুমায়ূন আহমেদ
কোন গ্রন্থটি হুমায়ূন আহমেদ এর লেখা?
উত্তরঃ আগুনের পরশমনি।
’ফিহা সমীকরণ’ এর লেখক কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ উল্লেখযোগ্য টিভি নাটক কি?
উত্তরঃ এইসব দিনরাত্রি, বহুবীহি,কোথাও কেউ নেই,নক্ষএের রাত।
হুমায়ূন আহমেদ এর নির্মিত সর্বশেষ চলচিত্র কোনটি?
উত্তরঃ ঘটুপুত্র কমলা।
হুমায়ূন আহমেদ প্রথম টিভি নাটক?
উত্তরঃ এইসব দিনরাত্রি।
হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কখন?
উত্তরঃ ২০১২ সালে ১৯ জুলাই।

Leave a Comment