৭ মার্চ ঐতিহাসিক ভাষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চ ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) রেসকোস ময়দানে
গ) লালদীখির ময়দানে
ঘ) মানিক মিয়া এভিনিউতে
উত্তরঃ খ
বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের পূর্বে পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল
ক) ইসলামাবাদ সামরিক সরকার পদত্যাগের আন্দোলন
খ) পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
গ) প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগের আন্দোলন
ঘ) রাশ্মীল পদত্যাগের আন্দোলন
উত্তরঃ খ
১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল
ক) ৩৩০ টি আসন
খ) ১৬৭ টি আসন
গ) ১৭২ টি আসন
ঘ) ৩০০ টি আসন
উত্তরঃ খ
পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল ?
ক) ৩৩০ টি
খ) ১৬৯ টি
গ) ১৭২ টি
ঘ) ৩০০ টি
উত্তরঃ খ
১৯৭১ সালেব ৭ মার্চ কেন বিখ্যাত?
ক) ঐতিহাসিক মুজিবনগর দিবস
খ) বঙ্গবন্ধুর রেসকোস ময়দানের ভাষণের জন্য
গ) গণঅভ্যূথান দিবসের জন্য
ঘ) ঐতিহাসিক ৬ দফা ঘোষণার জন্য
উত্তরঃ খ
”রক্ত যখন দিয়েছি , রক্ত আরও দিব তবুও এ দেশের মানুষকে ———–।”
ক) স্বাধীনতা দেব
খ) মুক্ত করবো
গ) মুক্ত করবো ইনশাল্লাহ
ঘ) মুক্তির সংগ্রাম শিখাব
উত্তরঃ গ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়?
ক) ১০ জানুয়ারি, ১৯৭২
খ) ১৬ ডিসম্বার, ১৯৭১
গ) ২৬ মার্চ, ১৯৭১
ঘ) ৩ মার্চ, ১৯৭১
উত্তরঃ ঘ
৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?
ক) সামরিক আইন জারি করা
খ) স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তির সংগ্রাম ঘোষণা
গ) অনশন ধর্মঘাট আহবান
ঘ) পুনরায় নির্বাচন দাবি
উত্তরঃ খ
বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে ষোঘণা করেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’
ক) ১ মার্চ
খ) ৩ মার্চ
গ) ৭ মার্চ
ঘ) ২ মার্চ
উত্তরঃ গ
৭ মার্চ ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
ক) ৬ দফা
খ) ৪ দফা
গ) ১১ দফা
ঘ) ৭ দফা
উত্তরঃ খ
১৯৭১ সালে মক্তিযুদ্ধের শরুতে বঙ্গবন্ধু সম্পকে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে ,যা ছিল নিম্নরুপ: “লোকটি এবং তার দল পাকিস্তানি শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না ” এ ব্যক্তিটি কে?
ক) জেনারেল নিয়াজী
খ) জেনারেল টিক্কা খান
গ) জেনারেল ইয়াহিয়া খান
ঘ) জেনারেল হামিদ খান
উত্তরঃ খ