বিরামচিহ্ন বা যতিচিহ্ন বিগত সালের প্রশ্ন

বিরামচিহ্ন বা যতিচিহ্ন বিগত সালের প্রশ্ন ও উত্তর

biram sino

প্রশ্নঃ কমা কোথায় বসে?

উত্তরঃ সম্বোধন পদের পর।

প্রশ্নঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারন করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে?

উত্তরঃ কোলন।

প্রশ্নঃ হাইফেন এ কতটুকু থামতে হয়?

উত্তরঃ থামার প্রয়োজন নেই

প্রশ্নঃ একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?

উত্তরঃ সেমিকোলন

প্রশ্নঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

উত্তরঃ কোলন

প্রশ্নঃ বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?

উত্তরঃ ১২টি

প্রশ্নঃ পূর্ণবাক্য শেষে ব্যবহৃত চিহ্নকে কি বলে?

উত্তরঃ দাঁড়ি

প্রশ্নঃ বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?

উত্তরঃ এক সেকেন্ড

প্রশ্নঃ কোনটির বিরতিকাল নেই?

উত্তরঃ হাইফেন

প্রশ্নঃ সেমিকোলনের চেয়ে কমা বিয়াম কেমন?

উত্তরঃ কম।

প্রশ্নঃ যদি বা ছেদ চিহ্নের ব্যবহার হয় ব্যকরনরে কোথায়?

উত্তরঃ বাক্যতত্ত্বে।

প্রশ্নঃ কোনটি কোলন?

উত্তরঃ ঃ

প্রশ্নঃ বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্নঃ কোন কথার বিস্তার ঘটাতে কী বিরাম চিহ্ন ব্যবহার হয়?

উত্তরঃ ড্যাশ।

প্রশ্নঃ নিচে কোন প্রন্থটি প্রথম যতিচিহ্নের সাথর্ প্রয়োগ করা হয়?

উত্তরঃ বেতালপঙ্চবিংশতি।

প্রশ্নঃ ’উদ্ধিৃতি চিহ্ন’ কত প্রকার

উত্তরঃ দুই প্রকার।

প্রশ্নঃ ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় কেন?

উত্তরঃ বিলুপ্ত বণ জন্য।

Leave a Comment