কবিদের উপাধি ও ছদ্মনাম

upadi and sodo nam

কবিদের উপাধি ও ছদ্মনাম নিয়ে চাকরি সকল পরীক্ষা প্রশ্ন ও উত্তর।

ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
বীরবল কার ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
বলফুল কার ছদ্মনাম?
উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায় ।
রুপসী বাংলা কবি কে?
উত্তরঃ জীবনানন্দ দাশ।
বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
বাংলা সাহিত্য বিশ^কবি কাকে বলে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
পল্লীকবি কাকে বলে?
উত্তরঃ জসীমউদ্দীন ।
দৃষ্টিহীন কার ছদ্মনাম?
উত্তরঃ মধুসূদন মজুমদার ।
ভারতচন্দ্রর উপাধি কি?
উত্তরঃ রায়গুনাকার।
মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি?
উত্তরঃ গাজীমিয়া।
ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্টান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন?
উত্তরঃ সংস্কৃত কলেজ।
কোন কবির উপাধি কবিকণ্ঠহার বলে?
উত্তরঃ বিদ্যাপতি।
সাহিত্যসম্ররাট কাকে বলে ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন?
উত্তরঃ ১৯১৯ ।
যুগসন্ধিকালের কবি কাকে বলে?
উত্তরঃ ঈশ^রচন্দ্র গুপ্ত।
ধূমকেতু কোন কবির ছদ্মনাম
উত্তরঃ জীবনান্দ দাশ।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি
উত্তরঃ নীল লোহিত।
ঠাকুর পরিবারের আসল পদবি কি?
উত্তরঃ কুশারী।
কোন কবিকে ছন্দের যাদুকর বলা হয়?
উত্তরঃ সুকান্ত ভট্রাচার্য।
বাংলা সাহিত্য কিশোর কবি নামে পরিচিত কে?
উত্তরঃ সুকান্ত ভট্রাচার্য।
কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
উত্তরঃ হুতোম প্যাচা।
দৃষ্টিপাত লেখক যাযাবর এর প্রকৃত নাম কি?
উত্তরঃ বিনয় মুখোপাধ্যায় ।
পরশুরাম কার ছদ্মনাম?
উত্তরঃ রাজশেখর বসু।
বাংলা সাহিত্য স্বভাব কবি হিসেবে পরিচিতি?
উত্তরঃ গোবিন্দচন্দ্র দাস।
প্যারীচাঁদ ঠাকুর কার ছদ্মনাম ?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র।
বাংলার স্কট বলা হয় কাকে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্রকে।
অপরাজয় কথাশিল্পী কার ছদ্মনাম কি?
উত্তরঃ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়।
বাংলা সাহিত্য সাহিত্যবিশারদ কার উপাধি?
উত্তরঃ আবদুল কারমের ।
কালকূট কার ছদ্মনাম?
উত্তরঃ সমরেশ বসু।
কবি মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি?
উত্তরঃ চারণ কবি।
মুসলিম রেনেসার কবি কে?
উত্তরঃ ফররুখ আহমেদ।
জহির রায়হান এর প্রকৃত নাম কি?
উত্তরঃ মোহাম্মদ জহিরুল্লাহ।
রুপসী বাংলার কবি বলা হয় কাকে?
উত্তরঃ জীবনান্দ দাশ।
বীরবল কার ছদ্মনাম?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
মালাধর বসু উপাধি কি?
উত্তরঃ গুণরাজ খান।
শহীদুল হক এর ছদ্মনাম কি?
উত্তরঃ শহীদুল জহির।
মইনদ্দিন আহমেদ এর ছদ্মনাম কি?
উত্তরঃ সেলিম আল দিন।
গোবিন্দ দাস এর উপাধি কি?
উত্তরঃ স্বভাব কবি।
কামিনী রায় এর ছদ্মনাম কি?
উত্তরঃ জনৈক বঙ্গ মহিলা।
অনন্ত বড়ু ছদ্মনাম কি?
উত্তরঃ বড়– চন্ডীদাস।
অনুরুপা দেবী ছদ্মনাম কি?
উত্তরঃ অনুপমা দেবী।
সাহিত্যবিশারদ কার উপাধি?
উত্তরঃ আব্দুল করিম।
চারুচন্দ্র চক্রবর্তী কার উপাধি?
উত্তরঃ জরাসদ্ধ।
ড়. মনিরুজ্জামান এর ছদ্মনাম কি?
উত্তরঃ হায়াৎ মামুদ।

Leave a Comment